দুর্গাপুজোয় নাকি এবারে বাংলায় মোট ৭২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এমনই দাবি করা হয়েছে ব্রিটিশ কাউন্সিলের প্রাথমিক সমীক্ষা রিপোর্টে। আর সেই রিপোর্ট উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারে পুজো বাংলার ৩ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এদিকে সমীক্ষা রিপোর্টে প্রকাশিত তথ্য তুলে ধরে বিরোধীদের তোপ দাগেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৩০০ কোটি টাকা খরচ করে যদি ৭২ হাজার কোটি টাকা আয় হয়, সেটা মডেল হওয়া উচিত। উল্লেখ্য, ক্লাবগুলিকে দেওয়া সরকারি অনুদান নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। এই অনুদানের বিরুদ্ধে আদালতেও মামলা হয়েছে। তবে সমীক্ষা রিপোর্ট তুলে ধরে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি খাড়া করলেন মুখ্যমন্ত্রী। (আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি সংসদের, জানুন বিশদে)
গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর পুজোর দিনগুলিতে ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল রাজ্যে। আর মমতার দাবিতে, সমীক্ষায় ৭২ হাজার কোটি বললেও আদতে এবারের পুজোয় আর্থিক লেনদেনের পরিমাণ ৮০-৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়ে থাকতে পারে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দুর্গাপুজো খুব শান্তিতে মিটেছে। আর সকলের সহযোগিতায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। এবার দুর্গাপুজো যে উচ্চতায় উঠেছে, আগামীদিনে আমরা তা আরও ভালভাবে করব। ব্রিটিশ কাউন্সিল একটা রিসার্চ করেছে। ২০২২ সালে বলেছিল ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা করেছে। এবার তারা বলেছে, অফিসিয়ালি ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে আমার ধারণা ৮০–৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই টাকাটা মানুষের হাতেই যাবে। প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে দুর্গাপুজোয়। গরীব মানুষগুলি, যাঁরা লোকশিল্পী তাঁদের কাছে বড় পাওনা। বাংলাকে নানান দিক দিয়ে তাঁরা তুলে ধরেছেন।'
এদিকে এবারের পুজো খুব ভালো ভাবে কেটেছে বলে জানান মমতা। পাশাপাশি পুজো আয়োজকদেরও প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'পুজোর সময় এবার কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি, মা রক্ষা করেছেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে মিলে আমরা দুর্গাপুজো করেছি। আর কার্নিভাল শুধু কলকাতায় নয়, জেলাতেও হয়েছে। কলকাতায় তো ১০০টা দুর্গাপুজো প্যান্ডেল দারুণ শো করেছে। জেলায় জেলায়ও কার্নিভাল হয়েছে। এখন তো দুর্গাপুজো ১০ দিন ধরে হচ্ছে। সব মিলিয়ে যে পরিমাণ কার্নিভাল হয়েছে সেটার সংখ্যা যোগ করলে, পৃথিবীর যে কোনও কার্নিভালকে ছাড়িয়ে যাবে।'