বাংলা নিউজ > কর্মখালি > WB Higher Secondary Registration Update: উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি, জারি বিজ্ঞপ্তি, দিতে হবে লেট ফি?

WB Higher Secondary Registration Update: উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি, জারি বিজ্ঞপ্তি, দিতে হবে লেট ফি?

প্রতীকী ছবি (Sudipta Banerjee)

রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর এবার বাধ্যতামূলক। নাম নিবন্ধিত করার সময় আধার না দিলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই আবহে গত ১৬ অগস্ট থেকে উচ্চমাধ্যমিকের পোর্টালে শুরু হয়েছিল আধার আপেডট করার প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংসদের তরফ থেকে। জানানো হয়েছে, বৃহস্পতিবার, ২ নভেম্বর পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন। এদিকে বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, এই বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন করলে হলে পরীক্ষার্থীদের কোনও লেট ফি বা জরিমানাই দিতে হবে না। তবে এর জন্য পরীক্ষার ফি জমা দিতে হবে সময়ের মধ্যেই। তা না হলে পরীক্ষার্থীদের দিতে হবে জরিমানা। এদিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারলে, ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে সংসদ।

এদিকে সংসদের তরফে আগেই জানানো হয়েছিল, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর এবার বাধ্যতামূলক। নাম নিবন্ধিত করার সময় আধার না দিলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই আবহে গত ১৬ অগস্ট থেকে উচ্চমাধ্যমিকের পোর্টালে শুরু হয়েছিল আধার আপেডট করার প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।

সূচি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি) পরীক্ষা হবে। এরপর ১৭ ফেব্রুয়ারি (শনিবার) হবে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। ১৯ ফেব্রুয়ারি (সোমবার) হবে দ্বিতীয় ভাষা (ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি), অল্টারনেটিভ ইংলিশের পরীক্ষা। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হবে অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি (বুধবার) হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।

এরপর ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টসের পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) হবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজির পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি (শনিবার) হবে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসির পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হবে অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাসের পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি (বুধবার) হবে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। আর সব শেষে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবে স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা।

কর্মখালি খবর

Latest News

'মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি', কোহলির তির তাঁর দিকেই ঘোরালেন গম্ভীর শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন... 'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ মোদীর জন্মদিনে নিরামিষ লঙ্গর আজমির শরীফে, প্রধানমন্ত্রীর জন্য করা হল প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.