বাংলা নিউজ > কর্মখালি > ONGC recruitment 2020: ৪১৮২ শূন্যপদে নিয়োগ, ১৭ অগস্টের মধ্যে আবেদন করা জরুরি

ONGC recruitment 2020: ৪১৮২ শূন্যপদে নিয়োগ, ১৭ অগস্টের মধ্যে আবেদন করা জরুরি

টেকনিশিয়ান হিসেবে কয়েক হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করল ONGC।

টেকনিশিয়ান হিসেবে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে।

করোনার জেরে বহু সংস্থা যখন কর্মী সংকোচন করছে, তখন কয়েক হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করল ONGC। টেকনিশিয়ান হিসেবে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৭ অগস্ট, ২০২০।

মোট শূন্য পদের সংখ্যা: ৪১৮২ টি। এর মধ্যে উত্তর সেক্টর এ ২২৮, মুম্বইতে ৭৬৪ , পশ্চিম সেক্টরে ১৫৭৯, পূর্ব সেক্টরে ৭১৬, দক্ষিণ সেক্টরে ৬৭৪ এবং কেন্দ্রীয় সেক্টরে ২২১ টি শূন্যপদ আছে।

বয়স সীমা :

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা:

বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সচিবালয়ের সহকারী, কম্পিউটার অপারেটর, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, গ্রন্থাগার সহকারী, শীতাতপ নিয়ন্ত্রণকারী মেকানিক ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

প্রার্থীকে ONGC-র অফিশিয়াল ওয়েবসাইট www.ongcapprentices.ongc.co.in এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় আধার কার্ড, প্যান কার্ড, জন্ম শংসাপত্র, মাধ্যমিক ও স্নাতক ডিগ্রির শংসাপত্র, আই টি আই শংসাপত্র, এস সি, এস টি, ওবিসি শংসাপত্র লাগবে।

বন্ধ করুন