ফের ছাঁটাই আমেরিকা ভিত্তিক টেলিভিশন সংস্থা প্যারামাউন্ট। সিবিএস, এমটিভি এবং নিকেলোডিয়নের মতো টেলিভিশন চ্যানেলের মালিক প্যারামাউন্ট সম্প্রতি কয়েক শত কর্মীকে ছাঁটাই করছে বলে সূত্রের খবর। যখন মিডিয়া সংস্থাটি ঐতিহ্যবাহী টেলিভিশনের পরিবর্তনের কাজ করতে, সেই সময়ই ছাঁটাইয়ের সংবাদ সামনে এল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করেছে প্যারামাউন্ট টেলিভিশন কোম্পানি, যা মোট কর্মী সংখ্যার ৩ শতাংশ। কর্মীদের দেওয়া একটি মেমোতে, প্যারামাউন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বব বাকিশ বলেছেন, ‘এই ছাঁটাইয়ের লক্ষ্য কোম্পানিকে আয় বৃদ্ধির পথে ফিরিয়ে আনা।’
বাকিশ এই প্রসঙ্গে বলেন, ‘আমি জানি, এই পরিবর্তনগুলি কোনওভাবেই সহজ নয়। তবে ঠিক গত মাসে যেমন বলেছিলাম, আমি বিশ্বাস করি এটি আমাদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে আমাদের উত্তেজিত হওয়ার মত অনেক কিছুই ঘটবে।’ প্যারামাউন্ট বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে নিজের পরিধি বৃদ্ধি করছে। মুভি, থিয়েটার এমনকি টেলিভিশনকেও হার মানিয়েছে আজকের ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা। ফলে প্যারামাউন্ট তার সমকক্ষদের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে প্রস্তুত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারামাউন্টের প্রাথমিক স্ট্রিমিং পরিষেবা, প্যারামাউন্ট+ বিগত সময়ে লাভজনক হয়নি। এর ফলে কোম্পানির সামগ্রিক আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞাপন সমর্থিত পরিষেবা প্লুটো টিভি অন্তর্ভুক্তকারী প্যারামাউন্টের স্ট্রিমিং বিভাগ গত বছরে ১ বিলিয়ন ডলারেরও বেশি লোকসান করেছে।
প্যারামাউন্টের কেবল নেটওয়ার্কগুলিতে দর্শকদের সংখ্যা কমে গেলেও তার টেলিভিশন ব্যবসার কোনও নড়চড় হয়নি। গত সপ্তাহে’সুপার বোল’ টেলিকাস্ট করে প্যারামাউন্ট কোম্পানির সিবিএস নেটওয়ার্ক রেকর্ডভাঙা দর্শকদের রেটিং অর্জন করেছে। প্রসঙ্গত, সুপার বোল হল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বার্ষিক ফুটবল লীগ। তবে, সাম্প্রতিক সময়ে চিরাচরিত টেলিভিশন মাধ্যমের জায়গায় নেটওয়ার্কিং ব্যবসার দিকে অনেক বেশি মনযোগ দিচ্ছে প্যারামাউন্ট। এরই মাঝে বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করে ফের সংবাদ শিরোনামে প্যারামাউন্ট।