বাংলা নিউজ > কর্মখালি > একাধিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল SSC

একাধিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল SSC

SSC-এর নিজস্ব ওয়েবসাইট ssc.nic.in -এ নতুন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

SSC এর নিজস্ব ওয়েবসাইট ssc.nic.in তে নতুন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

একাধিক পরীক্ষার সংশোধিত সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। কমিশনের ওয়েবসাইট ssc.nic.in এ নতুন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। 

সংশোধিত নির্ঘণ্ট অনুসারে, SSC CHSL স্তর ১-এর পরীক্ষা ১৭ থেকে ২১ অগস্ট এবং ২৪ থেকে ২৭ অগস্ট অনুষ্ঠিত হবে। SSC CGL স্তর ২, ২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।

SSC Junior Engineer Paper 1, 2019 পরীক্ষা ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে । SSC Selection Post Phase 8 পরীক্ষা ৭ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

SSC স্টেনোগ্রাফার Grade C এবং D পরীক্ষা 2019 অনুষ্ঠিত হবে ১০ ​​থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের এবং CAPF Paper I, 2020 পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে ১ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

SSC জুনিয়র হিন্দি অনুবাদক, সিনিয়র হিন্দি অনুবাদক এবং হিন্দি অধ্যাপক পরীক্ষার পেপার ১, ২০২০ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর।

এর আগে করোনভাইরাস লকডাউনের কারণে পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছিল।

বন্ধ করুন