বাংলা নিউজ > কর্মখালি > SBI PO Prelims results 2022: প্রকাশিত এসবিআই প্রবেশনারি অফিসার প্রিলিমস পরীক্ষার ফল, চেক করুন এখনই

SBI PO Prelims results 2022: প্রকাশিত এসবিআই প্রবেশনারি অফিসার প্রিলিমস পরীক্ষার ফল, চেক করুন এখনই

প্রকাশিত এসবিআই প্রবেশনারি অফিসার প্রিলিমস পরীক্ষার ফল (MINT_PRINT)

SBI PO prelims 2022 results: এই নিয়োগের মাধ্যমে ১,৬৭৩টি পদ পূরণ করা হবে। বেসিক পে ৪১,৯৬০ টাকা। এর উপর ভাতা যুক্ত হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসারদের প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল ঘোষণা করা হয়েছে। যে প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা এখন তাদের ফলাফল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে - sbi.co.in দেখতে পারেন। এসবিআই পিও প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ১৭ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। (আরও পড়ুন: আজকেই একধাক্কায় ১১ হাজার কর্মচারী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট, দাবি রিপোর্টে)

এসবিআই পিও প্রিলিম ফলাফল কীভাবে দেখবেন? SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান। এর পরে, 'ক্যারিয়ার' বিভাগে যান। এখন SBI PO প্রিলিমস পরীক্ষার ফলাফলের জন্য উপলব্ধ লিঙ্কটিতে ক্লিক করুন। এখন আপনার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ লিখুন। স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা যাচাই করুন। সাবমিট-এ ক্লিক করুন। আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে প্রিন্ট করিয়ে রাখুন। (আরও পড়ুন: হস্টেলে অত্যাচার করে, সারারাত ১৭ কিমি হেঁটে প্রশাসনের কাছে নালিশ জানাতে ছাত্রীরা)

যে প্রার্থীরা এসবিআই পিও প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখন এসবিআই পিও মেইন পরীক্ষার জন্য যোগ্য হবেন। এসবিআই পিও মেইন পরীক্ষা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নিয়োগের মাধ্যমে ১,৬৭৩টি পদ পূরণ করা হবে। বেসিক পে ৪১,৯৬০ টাকা। এর উপর ভাতা যুক্ত হবে। (আরও পড়ুন: প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে মিথ্যে বলে দ্বিতীয় বিয়ে দাউদের, বিস্ফোরক ভাগ্নে)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন