প্রকাশিত হয়েছে এসএসসি সিজিএলের টিয়ার-১ পরীক্ষার কাট-অফ মার্কস। সেই কাট-অফ মার্কসের ভিত্তিতে টিয়ার-২ এবং টিয়ার-৩ পরীক্ষার প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে। যা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিযাল ওয়েবসাইট ssc.nic.in থেকেও দেখা যাবে।
টিয়ার-২ (প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও তৃতীয় পত্র) এবং টিয়ার-৩ পরীক্ষায় বসার জন্য কাট-অফ মার্কস (জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস):
• তফসিলি জাতি: ১৪৫.২৮৯১২ (৯৭০ জন প্রার্থী)।
• তফসিলি উপজাতি: ১৪০.৯৭৬০৪ (৪৬৫ জন প্রার্থী)।
• অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি): ১৬১.৩৬৭৪৮ (১,৭৮৪ জন প্রার্থী)।
• আর্থিকভাবে দুর্বল শ্রেণি: ১৬৪.০০০১৮ (৭২৮ জন প্রার্থী)।
• অসংরক্ষিত প্রার্থী: ১৬৭.৪৫৯৬৩ (১,২২৮ জন প্রার্থী)।
• অন্যান্য-বিশেষভাবে সক্ষম প্রার্থী: ৯৫.১২৬৩৩ (৫১ জন প্রার্থী)।
• ওএইচ প্রার্থী: ১৩৫.৭৬৮৫৪ (১০২ জন প্রার্থী)।
• এইচএইচ প্রার্থী: ১০৯.০৪৩৩৩ (১০১ জন প্রার্থী)।
টিয়ার-২ (প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও তৃতীয় পত্র) এবং টিয়ার-৩ পরীক্ষায় বসার জন্য কাট-অফ মার্কস (স্ট্যাটিসটিকস):
• তফসিলি জাতি: ১২৪.৬১৮২৪ (২,২৪১ জন প্রার্থী)।
• তফসিলি উপজাতি: ১২২.৪০৫৪৭ (৯৫৮ জন প্রার্থী)।
• অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি): ১৪৭,৬৩২০১ (৩,৩৯৫ জন প্রার্থী)।
• আর্থিকভাবে দুর্বল শ্রেণি: ১৪৬.০১০৫০ (১,৯২৫ জন প্রার্থী)।
• অসংরক্ষিত প্রার্থী: ১৫৩.০৮২৪৫ (২,৫৪৪ জন প্রার্থী)।
• ওএইচ প্রার্থী: ১২০.১৭২৯২ (১১৪ জন প্রার্থী)।
• এইচএইচ প্রার্থী: ১০৮.৭৩০০৭ (৩৫ জন প্রার্থী)।
গত ১৩ অগস্ট থেকে ২৪ অগস্ট পর্যন্ত যে কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) টিয়ার-১ পরীক্ষা হয়েছিল। মোট ১৯,৯৩,৬৮০ প্রার্থী আবেদন করেছিলেন। কাট-অফ মার্কস প্রকাশের পর কী হবে, তা জেনে নিন -
১) আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি হবে টিয়ার-২ পরীক্ষা।
২) নয়া বছরের ৬ ফেব্রুয়ারি হবে টিয়ার-৩ পরীক্ষা।
৩) স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির উপর পরীক্ষা নির্ভর করবে। পরীক্ষার তিন থেকে সাতদিন আগে কমিশনের আঞ্চলিক ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।