করোনাভাইরাস (Coronavirus) আবহে পিছিয়ে গেল SSC CHSL 2021-এর Tier-1 -এর পরীক্ষা। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC কর্তৃপক্ষ। SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি।
২০ এপ্রিল থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের পরেই দেওয়া যায় এই পরীক্ষা। স্নাতকের প্রয়োজন নেই। তাছাড়া SSC CGL-এর তুলনায় এর প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ হয়। ফলে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এটায় বসেন।
কিন্তু একই সঙ্গে দেশব্যাপী প্রচুর পরীক্ষার্থী হওয়ায় প্রতিযোগিতাও অনেক বেশি থাকে। তাছাড়া CGL, Bank PO ইত্যাদির প্রস্তুতি নিয়েও অনেকে এই পরীক্ষায় বসেন। ফলে প্রতিযোগিতা যথেষ্ট কঠিন হয়।
SSC CHSL Tier-I Syllabus :
১) মূলত চারটি বিষয় থেকে প্রশ্ন আসে। ইংরেজি ভাষা, দশম শ্রেণি স্তরের গণিত, জেনারেল ইন্টেলিজেন্স ও জিকে-কারেন্ট অ্যাফেয়ার্স।
২) দ্বিতীয় স্তরে ইংরেজি রচনার দক্ষতা পরীক্ষা হয়।
৩) শেষ স্তরে টাইপিংয়ের দক্ষতা যাচাই করাহয়।
SSC CHSL Jobs :
পরীক্ষায় পাশ করলে কেন্দ্রীয় সরকারি চাকরি মেলে। লোয়ার ডিভিশান ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে কাজ মেলে।