CGLE, স্টেনোগ্রাফার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিলেকশন পোস্ট পর্ব ৮ সহ বেশ কিছু নিয়োগ পরীক্ষার তারিখগুলি সংশোধন করল স্টাফ সিলেকশন কমিশন( SSC)। SSC পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর স্টাফ সিলেকশন কমিশন ১.১০.২০২০ থেকে ৩১.০৮.২০২১ এর মধ্যে অনুষ্ঠিত পরীক্ষার তারিখ সংশোধন করে। বিহার বিধানসভা ভোটের কারণে এই তারিখ সংশোধন করা হয়।
Combined Higher Secondary (10+2) Level Examination, (CHSLE)-2019 Tier-I পরীক্ষার তারিখ কোনো পরিবর্তন হয়নি। পরীক্ষাটি ১২ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। তার আগে SSC CHLE 2019 এর অ্যাডমিট কার্ড প্রকাশ করবে কমিশন। বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা SSCর আফিসিয়াল ওয়েব সাইট দেখতে পারেন।
সংশোধিত পরীক্ষার ক্যালেন্ডার কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সতর্কতা:
পরীক্ষার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। সেই সঙ্গে সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ মাত্র পরীক্ষার্থীদের একে অপরের সঙ্গে ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের নিজস্ব পরিচয় পত্র ও অন্যান্য নথি ভেরিফিকেশন ডেস্ক-এ দেখতে হবে।কেন্দ্রে ঢোকার মুখে এবং কক্ষে হাত সানিটাইজ করার ব্যবস্থা থাকবে।