স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ২০২৩ সালের ডিসেম্বরে এসবিআই ক্লার্ক প্রিলিমস পরীক্ষার জন্য সম্ভাব্য সময়সূচী প্রকাশ করেছে৷ ৮৭৭৩ টি শূন্য ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা করা হয়েছিল ২০২৩ সালে। সেই নিয়োগের প্রথম স্তরের পরীক্ষা হতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ২০২৩ সালে প্রকাশিত হওয়া এসবিআই-এর ৮৭৭৩ টি ক্লার্ক পদের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই। আবেদনকারীদের প্রিলিমস পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রার্থীরা পরীক্ষার সম্ভাব্য তারিখগুলি দেখতে পাবেন। আবেদনকারী প্রার্থীরা sbi.co.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার তারিখ দেখতে পারবেন। প্রকাশিত সময়সূচী অনুসারে, এসবিআই ক্লার্ক প্রিলিমস পরীক্ষা ২০২৪ সালের ৫, ৬, ১১ এবং ১২ -এ জানুয়ারি সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংঘটিত হবে। এছাড়াও ক্লার্ক মেইন্স পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হবার কথা ঘোষণা করেছে এসবিআই।
নিম্নে এসবিআই এর প্রিলিমস পরীক্ষার তারিখ দেখার ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করা হলঃ
১) sbi.co-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখান থেকে হোমপেজে ক্যারিয়ার বিভাগে যেতে হবে।
৩) একটি নতুন পৃষ্ঠা খুলবে, পৃষ্ঠার নীচে স্ক্রোল করে নিউ নোটিফিকশান উপর ক্লিক করতে হবে।
৪) এরপর RECRUITMENT OF JUNIOR SOCIATES এ ক্লিক করলে পরীক্ষার বিজ্ঞপ্তিটি খুলে যাবে।
সংক্ষিপ্ত বিবরণ -
নিয়োগ: এসবিআই ক্লার্ক
শূন্যপদ: ৮৭৭৩
পরীক্ষা: এসবিআই ক্লার্ক প্রিলিমস
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩
পরীক্ষার সময়সূচী: ২০২৪ সালের ৫, ৬, ১১ এবং ১২ জানুয়ারি
অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজে।