UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। মঙ্গলবার দুপুর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) তরফে জানানো হয়েছে , ২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল, সেটার ভিত্তিতে এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ' এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'বি' পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একটি সংরক্ষিত তালিকাও তৈরি রেখেছে UPSC। তাতে মোট ২৪০ জনের নাম আছে।
শ্রেণিভিত্তিক শূন্যপদের সংখ্যা
১) জেনারেল প্রার্থী: ৩৪৭।
২) আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থী: ১১৫।
৩) অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থী: ৩০৩।
৪) তফসিলি জাতিভুক্ত প্রার্থী: ১৬৫।
৫) তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী: ৮৬।
৬) মোট শূন্যপদ: ১,০১৬।
UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার মেধাতালিকা (প্রথম ১০ জন)
১) এবার প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব।
২) দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান।
৩) তৃতীয় হয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি।
৪) চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার।
৫) পঞ্চম স্থান অধিকার করেছেন রুহানি।
৬) ষষ্ঠ স্থান অর্জন করেছেন সৃষ্টি দাবাস।
৭) সপ্তম হয়েছেন আনমোল রাঠৌর।
৮) অষ্টম হয়েছেন আশিস কুমার।
৯) নবম হয়েছেন নৌশিন।
১০) দশম স্থান অধিকার করেছেন ঐশ্বর্যরাম প্রজাপতি।
আরও পড়ুন: UPSC Study: ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন জোম্যাটো বয়, বাইক চালাতে চালাতেই করছেন ক্লাস! ভাইরাল ভিডিয়ো
কীভাবে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার রেজাল্ট দেখবেন?
১) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে যেতে হবে।
২) উপরের লিঙ্ক ক্লিক করলেই 'Final Result - CIVIL SERVICES EXAMINATION, 2023' দেখা যাবে। হিন্দিতেও লেখা একটি লিঙ্ক আছে।
৩) ওই লিঙ্কে ক্লিক করলেই UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। পিডিএফ খুলে যাবে একটি। ওই পিডিএফেই ১,০১৬ জনের নাম আছে, যাঁদের নাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ' এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'বি' পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: Inspirational Life of Himanshu Gupta: চা বিক্রি থেকে গৃহশিক্ষকতা, অভাবের সংসারের হিমাংশু আজ সফল IAS
UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার সম্পূর্ণ মেধাতালিকা
কতগুলি শূন্যপদ আছে?
১) আইএএস: ১৮০।
২) আইএফএস: ৩৭।
৩) আইপিএস: ২০০।
৪) সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’: ৬১৩।
৫) সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'বি': ১১৩।
৬) মোট শূন্যপদ: ১,১৪৩ (বিশেষভাবে সক্ষমদের জন্য ৩৭টি শূন্যপদ ধরে)।
আরও পড়ুন: IPS Tripti Bhatt: ১৬টা সরকারি চাকরি নেননি, যাননি ইসরোতেও,কীভাবে আইপিএস হলেন তৃপ্তি? অনুপ্রেরণা কে?