ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড নাভাল অ্যাকাডেমি এগজামিনেশনের (ওয়ান) মাধ্যমে BE, BTech কোর্স করিয়ে ৪০০ অবিবাহিত তরুণকে অফিসার হিসেবে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। চার বছরের কোর্স করিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে ডিগ্রি দেওয়া হবে। কোর্স শুরু হবে ২০২২ সালের ২ জানুয়ারি থেকে। www.upsc.gov.in-এ অনলাইন আবেদন করা যাবে নয়া বছরের ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬ ট পর্যন্ত।
শূন্যপদ:
• ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি: সেনা - ২০৮, নৌবাহিনী -৪২, বায়ুসেনা -১২০।
• নাভাল অ্যাকাডেমি: ৩০
শিক্ষাগত যোগ্যতা:
• ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সেনা শাখায় ভরতির জন্য রাজ্যের বোর্ড থেকে ১০+২ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
• ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির নৌসেনা ও বায়ুসেনা উইং এবং ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমে ভরতির জন্য অঙ্ক, ফিজিক্স নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ উত্তীর্ণ হতে হবে।
সব কোর্সের জন্য এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
জন্মতারিখ ২০০২ সাল ২ জুলাই থেকে ২০০৫ সালের ১ জুলাইয়ের মধ্যে হতে হবে।
দৈহিক মাপ:
বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকবে।
আবেদন ফি: ১০০টাকা।
বাছাই পদ্ধতি:
লিখিত, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
লিখিত পরীক্ষা : ১৮ এপ্রিল, ২০২১।
লিখিত পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ। পার্ট ওয়ান হবে ৩০০ নম্বরের। সময় আড়াই ঘণ্টা। পার্ট ওয়ানে থাকবে অঙ্ক। পার্ট টু হবে ৬০০ নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট। নেগেটিভ মার্কিং থাকবে।
পরীক্ষার তিন সপ্তাহ আগে পরীক্ষার অ্যাডমিশন সার্টিফিকেট প্রকাশ করা হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in থেকে অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে।
বিস্তারিত জানতে www.joinindianarmy.nic.in/www.joinindiannavy.nic.in/www.careerairforce.nic.in-এ নজর রাখতে হবে।