সদ্য শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে জয়ে দিয়ে শেষ করে ভারত। ফলাফল হয় ১-১। অর্থাৎ ড্র হয়েছে টেস্ট সিরিজ। তবে এই সিরিজ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার এবি ডি'ভিলিয়ার্স।
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন যে তিনি একেবারেই খুশি নন সিরিজে তৃতীয় টেস্ট না হওয়ায়। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা যে দল ঘোষণা করেছে তা রীতিমতো চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। মিস্টার ৩৬০ ডিগ্রির বক্তব্য টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য অনেককিছু পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, 'দেখুন সত্যি কথা বলতে গেলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ প্রসঙ্গে, তাহলে আমি একটাই উত্তর দেব যে এই সিরিজ নিয়ে আমি একেবারেই খুশি বা সন্তুষ্ট নই। এর জন্য আপনাদের টি-২০ ক্রিকেটকে দোষারোপ করতে হবে। আমি নিজেও জানি না কাকে দোষ দেব এটার জন্য। তবে এইটুকু স্পষ্ট কিছু একটা গোলমাল হয়েছে। যদি আপনি দেখতে চান সব দল প্রতিদ্বন্দ্বিতা করছে নিজেদেরকে টেস্ট ক্রিকেটে সেরা প্রমাণ করার জন্য, তাহলে এই মুহূর্তে অনেককিছু পরিবর্তন আনতে হবে।'
এরপরই প্রশ্ন ওঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্ট সিরিজ নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'দেখুন এই সিরিজ নিয়ে আমি কি বলবো, আমি নিজেও বুঝে উঠতে পারছি না। নিউজিল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তা দেখে আমি রীতিমত চমকে গিয়েছি, শুধু আমি নয় আপনি যে কাউকে জিজ্ঞেস করুন সকলেই চমকে গেছে এই দল গঠন দেখে। তবে এর থেকে একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে চরম চাপে রয়েছে টেস্ট ক্রিকেট। পুরো সিস্টেমটাই এখন বেশি গুরুত্ব দিচ্ছে টি২০ ক্রিকেটকে। একদিনের ক্রিকেটেরও অতো বেশি গুরুত্ব নেই আজ। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড এবং কোচ সকলেই সেই জায়গার দিকে দৌড়াবে যেখানে পয়সা বেশি। এটার জন্য আপনি তাদেরকে দোষারোপও করতে পারবেন না কারণ তাদেরও পরিবার রয়েছে এবং তাদেরও একটা ভবিষ্যৎ রয়েছে। সুতরাং এটাই ওরা করবে। সেটাই স্বাভাবিক।'