বাংলা নিউজ > বায়োস্কোপ > June Malia: জুন ও তাঁর স্বামী কয়েক কোটির মালিক, কত টাকার ঋণ রয়েছে মেদিনীপুরের TMC প্রার্থীর

June Malia: জুন ও তাঁর স্বামী কয়েক কোটির মালিক, কত টাকার ঋণ রয়েছে মেদিনীপুরের TMC প্রার্থীর

জুন মালিয়া

জুন ও সৌরভ যৌথভাবে ব্যাঙ্ক থেকে ৭২ লক্ষ ১৩ হাজার, ৮৯১ টাকার গৃহঋণ রয়েছে। গাড়ি কিনতে যথাক্রমে ১৮ লক্ষ ও ১৬ লক্ষ টাকার ঋণ নিয়েছেন সৌরভ। জুনের মোট ঋণের পরিমাণ ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা। জুনের স্বামী সৌরভ মোট ১ কোটি ৭ লক্ষ, ৬ হাজার ৮৮৬ টাকার ঋণ নিয়েছেন।

তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় রয়েছে একাধিক তারকা। দেব, সায়নীদের পাশাপাশি রয়েছে আরও এক চর্চিত নাম জুন মালিয়া। বিধায়ক থাকাকালীনই এই তারকা নেত্রীর উপর গুরু দায়িত্ব দিয়েছিল তৃণমূল। আর এবার তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। তাঁর অন্যতম প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পাল। আগামী ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট হবে মেদিনীপুরে। তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হলফনামা দিলেন জুন।

নির্বাচন কমিশনকে জুন জানিয়েছেন, গত ৫ আর্থিক বর্ষে তাঁর আয় ছিল যথাক্রমে ৮ লক্ষ ১১ হাজার, ১০ লক্ষ ১ হাজার, ৮ লক্ষ ২৩ হাজার, ৮ লক্ষ ৩৬ হাজার, ১৩ লক্ষ ২৩ হাজার টাকা। জুন তাঁর স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের গত ৫ বছরে কত আয় ছিল, সেকথাও জানিয়েছেন জুন। যা হল ২৪ লক্ষ ১৪ হাজার, ২৭ লক্ষ ৩৭ হাজার, ৩০ লক্ষ ৪৯ হাজার, ৩৪ লক্ষ ৭৩ হাজার, ২৫ লক্ষ ৯৯ হাজার টাকা। জুন মালিয়ার নামে কোনও অপরাধমূলক মামলাও নেই। 

জুন জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ২২ হাজার ৫৩৫ টাকা। তাঁর স্বামী সৌরভের কাছে নগদ টাকা রয়েছে ২৭ হাজার ৯৫৮ টাকা। গড়িয়াহাট HSBC ব্যাঙ্কে জুনের ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। SBI-অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২২ হাজার টাকা। নির্বাচনী খরচ বাবদ সুজাগঞ্জের SBI-অ্যাকাউন্টে রয়েছে ২৬ হাজার টাকা। HDFC ব্যাঙ্কে রয়েছে ৪ লক্ষ ২৫ হাজার টাকা। 

চলুুন এক নজরে দেখা যাক জুনের সম্পত্তির পরিমাণ 

স্থাবর সম্পত্তি ১ কোটি ১৩ লক্ষ ২০ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তি ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকা। 

ঋণ রয়েছে ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা।

এক নজরে দেখা যাক জুনের স্বামী সৌরভের সম্পত্তির পরিমাণ

স্থাবর সম্পত্তি ১ কোটি ৫০ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তি ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকা।

ঋণ ছিল ১ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮৪৬ টাকা।

তৃণমূলের মেদিনীপুরের তারকা প্রার্থী জুন জানিয়েছেন, তাঁর নিজের কোনও গাড়ি নেই। তবে তাঁর স্বামী সৌরভের ৩৮ লক্ষ ৫৬ হাজার টাকার টয়েটা ফর্চুনেট গাড়ি রয়েছে। জুনের সোনা রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকা। কলকাতার পিকনিক গার্ডেনে স্বামী সৌরভের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে সৌরভের। বালিগঞ্জ সার্কাস অ্যাভেনিউতে একটা ফ্ল্যাটও রয়েছে তাঁদের। যেগুলির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১৯ লক্ষ ৩২ হাজার ৮৪৮ টাকা। ফ্ল্যাটটির দাম ৬০ লক্ষ টাকা। 

তবে জুন ও সৌরভ যৌথভাবে ব্যাঙ্ক থেকে ৭২ লক্ষ ১৩ হাজার, ৮৯১ টাকার গৃহঋণ রয়েছে। গাড়ি কিনতে যথাক্রমে ১৮ লক্ষ ও ১৬ লক্ষ টাকার ঋণ নিয়েছেন সৌরভ। জুনের মোট ঋণের পরিমাণ ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা। জুনের স্বামী সৌরভ মোট ১ কোটি ৭ লক্ষ, ৬ হাজার ৮৮৬ টাকার ঋণ নিয়েছেন। 

জানা যাচ্ছে শেয়ার বাজারেও বিনিয়োগ রয়েছে জুনের। গোদরেজ কনজুমার প্রোডাক্ট ১১ লক্ষ ৯ হাজার ৯৭০ টাকা বিনিয়োগ রয়েছে। জুনের স্বামী সৌরভ বিনিয়োগ করেছেন হাই লাইফ ইভেন্ট ম্যানেজমেন্টের শেয়ারে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে তাঁর। HDFC-তে ২১ লক্ষ, ১০ লক্ষ ৫০ হাজার, ৯ লক্ষ, ৭ লক্ষ এবং ১৪ লক্ষ টাকার টাকার জীবন বিমা রয়েছে জুনের। আদিত্য বিড়লা, TATA AIG, HSBC-তে যথাক্রমে ৫ লক্ষ, ১২ লক্ষ এবং ৮ লক্ষ টাকার বিমা রয়েছে। জুনের স্বামী সৌরভের HDFC-তে ১৬ লক্ষ ৪১ হাজার এবং ৪০ লক্ষ টাকার বিমা রয়েছে। আদিত্য বিড়লায় ২০ লক্ষ টাকার বিমা , TATA AIG-তে ১৭ লক্ষ, ১৫ লক্ষ, ৩১ হাজার এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার বিমা রয়েছে তাঁর। ১০ লক্ষ ৫৪ হাজার টাকার PPF রয়েছে।

 

বায়োস্কোপ খবর

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.