ভারত-পাকিস্তান ম্যাচ আছে, আর টেনশন হবে না? সেটা একেবারেই হতে পারে না। আর সেই টেনশন কাটাতে শনিবাসরীয় বিকেলে হু হু করে বিকোচ্ছে চিপস এবং কোল্ড ড্রিঙ্কস। এমনই জানালেন ডেলিভারি অ্য়াপ সংস্থা ব্লিঙ্কইটের প্রধান আলবিন্দর ধিন্দসা। তবে যখন ম্যাচ চলছে, তখনই বিক্রি বাড়ছে চিপস এবং কোল্ড ড্রিঙ্কসের। আর যখনই ম্যাচ থেমে যাচ্ছে, তখনই কমছে কোল্ড ড্রিঙ্কস এবং চিপসের। আর বৃষ্টির পর যখন ম্যাচ শুরু হচ্ছে, তখনই ফের বিক্রি বাড়ছে বলে জানিয়েছেন ব্লিঙ্কইটের প্রধান।
শনিবার দুপুর ২ টো ৩৬ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘এক্স’-এ (পুরনো টুইটার) ব্লিঙ্কইটের মালিক বলেন, ‘আচমকা আবার স্ন্যাকস এবং (কোল্ড) ড্রিঙ্কসের অর্ডারের পরিমাণ বেড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে সকলে টসের জন্য অপেক্ষা করছিলেন। ভারতকে প্রথমে ব্যাট করতে দেখে ভালো লাগছে।’ তিনি যে সময় টুইট করেন, সেইসময় সদ্য টস হয়েছিল। আর তারপরই চিপস এবং কোল্ড ড্রিঙ্কসের বিক্রির গ্রাফের উত্থান হয়।
আসলে আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত-পাকিস্তান আদৌও হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। কারণ যে ক্যান্ডিতে খেলা হচ্ছে, সেখানে বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষপর্যন্ত অবশ্য দুপুর ২ টো ৩০ মিনিটে টস হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ভারতের ইনিংসের মাত্র ২৬ বল হওয়ার পরেই বৃষ্টি নামে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা। কিছুক্ষণ পর ফের খেলা শুরু হয়। ফের আরও একবার বৃষ্টির জন্য থমকে যায় খেলা। তারপর থেকে অবশ্য আর বৃষ্টির জন্য খেলা আটকায়নি।
ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আপডেট
প্রথমে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের সামনে দিশেহারা অবস্থা হয় ভারতীয় ব্যাটারদের। শাহিনের দুর্দান্ত বলে আউট হয়ে যান রোহিত এবং বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার ভালো শুরু করলেও আউট হয়ে যান। শুভমন গিল তো টেস্ট খেলেন। তবে ভারতের কিছুটা মানরক্ষা করছেন ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। আপাতত ৭৭ বলে ৭৫ রানে খেলছেন ইশান। ৭০ বলে ৫৬ রানে অপরাজিত আছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক। আর ৩৬ ওভারে ভারতে স্কোর দাঁড়িয়েছে চার উইকেটে ১৮৭ রান।