শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপ চলাকালীন দীর্ঘ দিন বাদে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার। তাঁর পিঠের চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে। এনসিএ-তে রিহ্যাবেও ছিলেন তিনি। তার পরেই এশিয়া কাপের ভারতীয় দলে ফেরানো হয় কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে। কিন্তু এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হতে না হতেই ফের দুঃসংবাদ। রবিবার কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে সেই পুরনো পিঠের ব্যথা ফিরে আসাতে তাঁকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে দলে নেওয়া হয় কেএল রাহুলকে। এদিকে ভারতের যে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে, তাতেও রয়েছেন শ্রেয়স আইয়ার। এমন আবহে তাঁর ফের চোটে ক্ষুব্ধ প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি উল্টে একহাত নিয়েছেন শ্রেয়সকে।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টস হয়ে যাওয়ার পরে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি তো এবার শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়েই দুঃশ্চিন্তায় পড়ে গেলাম। যদি সত্যিই ফের ওর পিঠে চোট লেগে থাকে, তাহলে ওকে এখন দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। আমার কাছে বড় খবর এটাই ছিল যে, শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে ফিরে এসেছিল দলে। পাকিস্তানের বিরুদ্ধে যে ছোট্ট ২০ (১৪) রানের ইনিংসটা ও খেলেছিল, তাতে ওকে দেখে বেশ ফর্মে রয়েছে বলেই মনে হয়েছিল। আর তার পরেই ফের পিঠে চোট পেয়েছে ও। এই রকম সমস্যা যদি বারবার হতে থাকে, তাহলে সেটা অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের জন্য সমস্যার। তখন তোমাকে অন্য ক্রিকেটারের কথাও ভাবতে হবে। আমরা অপেক্ষা করেছিলাম ওর ফিরে আসার। প্রথম এবং দ্বিতীয় ম্যাচে খেলেওছিল। তার পরেই এই ঘটনা। খুবই দুর্ভাগ্যজনক। আমি খুব খুশি যে, ইশান কিষান দলের হয়ে খেলছে।’
প্রসঙ্গত ভারতের হয়ে ওয়ানডে দলে সাধারণত চার নম্বরে ব্যাট করেন শ্রেয়স আইয়ার। গত মার্চের পর থেকে দীর্ঘ দিন তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। কারণ অবশ্যই তাঁর পিঠের চোট। এমন কী গত আইপিএলেও খেলতে পারেননি তিনি। এর পর এশিয়া কাপে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে ফের একবার ২২ গজে ফেরেন তিনি। তার পরেই ফের নতুন করে চোটে সমস্যায় পড়েন শ্রেয়স। তবে ভারতের জন্য সুখবর, উইকেটকিপার ব্যাটার ইশান কিষান ব্যাট হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের একটি দুরন্ত ইনিংসও খেলেন তিনি। ওই ম্যাচে ভারত যখন ৪৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল, ঠিক তখন তাঁর লড়াকু ইনিংসে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন তিনি। ফলে শ্রেয়স আইয়ার যদি কোনও কারণে এশিয়া কাপে আর খেলতে না পারেন, তাহলে ইশান কিষানকে আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে মিডল অর্ডারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।