শুভব্রত মুখার্জি: রবিবারেই চলতি এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান দুই দল। চলতি এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয় বার মুখোমুখি হবে দুই দেশ। সুপার ফোর পর্যায়ের আগে গ্রুপ পর্যায়ে মুখোমুখি হয়েছিল দুই দেশ। পাল্লেকেলেতে সেই ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়ে যায়। সেই ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছিল পাকিস্তানের পেস ত্রয়ী- হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ।এর পরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যায়, ভারতীয় ব্যাটাররা কি পাক এই পেস ত্রয়ীকে খেলতে পারেন না? রবিবার কলম্বোতে ভারত ম্যাচের আগে এই প্রশ্নটাই করা হয়েছিল পাক কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানকে। যার উত্তরে রিজওয়ানের স্পষ্ট জবাব, ভারত একা নয় বিশ্বের সমস্ত দেশ, সমস্ত ব্যাটাররাই শাহিনদের ঠিক করে খেলতে পারেন না!
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিজওয়ান বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো জায়গায় রয়েছি। আর এটা সম্ভব হয়েছে আমাদের পেসারদের জন্যই। তাদের পারফরম্যান্সে ভর করেই একেবারে উপরের সারিতে পৌঁছেছি আমরা, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। আমি আমাদের তিন পেসারের (হ্যারিস, নাসিম, শাহিন) কথাই বলছি। ওরা শুধুমাত্র ভারতীয় টপ অর্ডারকে সমস্যায় ফেলেছে তা নয়, সব দলের টপ অর্ডারকেই ওরা সমস্যায় ফেলতে পারে। ওরা সবাই আশীর্বাদপ্রাপ্ত। আমাদের বেঞ্চের শক্তির দিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন, আমাদের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী।আর এই কারণেই কিন্তু আজ আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো জায়গায় রয়েছি।’
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে নিয়মিত খেলা হয় না, তাই শাহিনদের সামলানো কঠিন হচ্ছে- আজব অজুহাত শুভমনের
তিনি আরও যোগ করেন ,‘ভারতের ব্যাটাররা আমাদের বোলারদের বিরুদ্ধে খুব বেশি খেলেনি। এশিয়া কাপের প্রথম ম্যাচে ওরা (ভারত) খুব তাড়াতাড়ি বেশ কিছু উইকেট হারিয়েছিল। তার পরেও কিন্তু ২৭০ রানের কাছাকাছি করেছিল। সেটাও আমাদের মাথাতে রাখতে হবে। পাশাপাশি ওদের বোলারদের নিয়েও আমাদের আলাদা করে পরিকল্পনা রয়েছে। ভারতের বোলিং আক্রমণও কিন্তু বেশ ভালো। বিশ্বের অন্যতম সেরা বোলাররা রয়েছে ওদের দলে। তবে এটাও ঠিক, পেশাদার হিসেবে আমাদেরও তৈরি থাকতে হবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।’