সোমবার ওয়ানডেতে পাকিস্তান তাদের সবচেয়ে বড় পরাজয়ের (রানের দিক থেকে) লজ্জার নজির গড়েছে। এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে, যা দুই দিন রবি এবং সোমবার ধরে চলেছিলস সেই ম্যাচে ভারত ২২৮ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত শর্মারা। প্রসঙ্গত বৃষ্টির জেরেই সুপার ফোরের শুধুমাত্র ভারত-পাক ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা ছিল।
এই ম্যাচের প্রতিটি বিভাগেই বাবর আজমের নেতৃত্বাধীন দলকে আউটপ্লে করে দিয়েছে ভারত। ব্যাট হাতে বিরাট কোহলিরা পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করেছে। আবার ভারত মাত্র ১২৮ রানে পাকিস্তানের ইনিংসে ইতি টেনে দিয়েছে। ক্লিনিক্যাল একটি প্রদর্শন করেছে ভারত। ওয়ানডেতে এটি ছিল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম হার। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এত বড় পরাজয়টা হজম করা পাকিস্তানের পক্ষে বেশ কঠিন বিষয়। তবে পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন সকলকে অবাক করে অপ্রত্যাশিত মন্তব্য করেছেন। তিনি ভারতের কাছে এই হারকে একটি ‘উপহার’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে বাবরদের লজ্জায় মুখ পুড়তেই, সফরসূচির অজুহাত প্রকাশ পাক প্রাক্তনীর
প্রাক্তন নিউজিল্যান্ডের তারকার মতে, এটি পাকিস্তানের কাছে ‘ওয়েক আপ কল’ বা ঘুম থেকে জেগে ওঠার ডাক। যে দলটি গত তিন মাসে খুব বেশি হারেনি, তাদের এই হারটা পরবর্তীতে ভালো পারফরম্য়ান্স করার জন্য পুরো দলকে নাড়িয়ে দেবে বলেই বিশ্বাস পাক কোচের।
পরাজয়ের পর ব্র্যাডবার্ন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে যে, গত দু’দিন ধরে যে উপহার ভারত দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বের সেরা কিছু খেলোয়াড়কে প্রায়ই খেলতে পারি না। গত তিন মাস ধরে আমরা ক্রিকেটের একটি খেলাও হারিনি, তাই এটা আমারদের ঝাঁকুনি দিয়ে মনে করিয়ে দিয়েছে যে, প্রতিদিন মাঠে নেমে আমাদের সেরাটা দিতেই হবে। এবং এটি আসলে একটি উপহার, যা গত দুই দিনে আমরা পেয়েছি।’
ব্র্যাডবার্ন এই ক্ষেত্রে ভুল নন। গত কয়েক মাসে ওয়ানডে-তে শীর্ষ ফর্মে ছিল পাকিস্তান। এই ফরম্যাটে তাদের আধিপত্য এতটাই ছিল যে, তারা এশিয়া কাপের ঠিক আগে ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল। এমন কী এই টুর্নামেন্টে তারা আগুনে মেজাজেই শুরু করেছিল। উদ্বোধনী ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছিল, ভারতের টপ-অর্ডারকে ওয়াশআউট করেছিল এবং তার পরে বাংলাদেশের বিরুদ্ধে আর একটি সহজ ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু প্রথম ধাক্কাটা তারা খেল ভারতের কাছে।
ব্র্যাডবার্ন সম্ভবত পাক প্লেয়ারদের আত্মতুষ্টি নিয়েই কথা বলেছেন। প্লেয়াররা আত্মতুষ্ট হয়ে থাকলে, সেই জায়গাতেই ধাক্কা খেয়েছেন বাবররা। ব্র্যাডবার্ন আরও বলেছেন, ‘আমরা খেলার সব দিক থেকে হেরেছি, কোন অজুহাতের জায়গা নেই। গত দুই দিনে আমরা একেবারেই ভালো খেলতে পারিনি।’
সাতটি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলা নিউজিল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ব্র্যাডবার্ন বলেছেন, পাকিস্তান এই ব্যাটিং আক্রমণ থেকে অনেক কিছু শিখবে। তাঁর মতে, ‘অবশ্যই বিস্ময়কর কিছু ছিল না। সবাই দেখেছে আমাদের বোলিং আক্রমণ কতটা প্রাণঘাতী। তবে ভালো দলগুলো সেটা মোকাবেলা করবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমাদের ব্যাটিং ইউনিট গত মাস থেকে ক্লিক করেনি এবং আবারও ভারতের বিরুদ্ধেও ক্লিক করেনি। তবে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে