বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs SL: বাঁ-হাতি স্পিনার হিসেবে দ্রুততম ১৫০ ODI উইকেট কুলদীপের, অল্পের জন্য ছোঁয়া হল না শামির নজির

IND vs SL: বাঁ-হাতি স্পিনার হিসেবে দ্রুততম ১৫০ ODI উইকেট কুলদীপের, অল্পের জন্য ছোঁয়া হল না শামির নজির

সাদা বলের ক্রিকেটে কুলদীপ যাদব তাঁর চিত্তাকর্ষক পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। পরপর দু'দিনের মধ্যে তিনি ৯ উইকেট নিয়ে চলতি এশিয়া কাপে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নেন। সেই সঙ্গে মঙ্গলবার অনিল কুম্বলেকে পিছনে ফেলে কুলদীপ ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০ ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন।