দাদাগিরি ১০ মানেই খেলার পাশাপাশি নানা মজা, গল্প। সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারকা প্রতিযোগী হোক বা সাধারণ মানুষ সকলের সঙ্গেই খোশমেজাজে গল্প করতে বা তাঁদের জীবনের বিষয়ে জানতে দেখা যায়। বাদ দেন না নিজের জীবন, কেরিয়ার বা পরিবার নিয়ে গল্প করতে। কখনও কখনও কোনও প্রতিযোগী আবার সৌরভকে উপহারও দেন এসে। এদিনও ঠিক একই কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। আর সেই উপহার পেয়ে কী বললেন সৌরভ?
আরও পড়ুন: সারেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরবের সাফাই, 'এটা প্রমাণিত হলে গান ছেড়ে দেব...'
দাদাগিরি ১০ এর মঞ্চে সৌরভকে উপহার
এদিন দাদাগিরি ১০ এ একজন শিল্পী খেলতে এসেছিলেন। তিনি খেলার শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, 'আমি এই দাদাগিরিতে আসব বলে আপনার (সৌরভ গঙ্গোপাধ্যায়ের) একটি আবক্ষ মূর্তি তৈরি করেছি। আমি বানিয়ে এনেছি যেটা সেটা আপনাকে দিতে চাই।' আর সেই কথা শুনেই খুশি হয়ে যান সৌরভ। বলেন, 'হ্যাঁ আসুন।'
আরও পড়ুন: সৌরভের দাদাগিরির দিন শেষ! এবার অনির্বাণের সঞ্চালনায় আসছে সারেগামাপা লেজেন্ডস, কবে কখন দেখা যাবে?
এরপর দেখা যায় সেই ব্যক্তি চকের মধ্যে সৌরভের একটি আবক্ষ মূর্তি খোদাই করে এনেছেন। তাতে আবার রংও করা। তাঁর এই কারুকাজ দেখে মুগ্ধ হয়ে যান সৌরভ। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেন, 'আরে বাহ! দাদাকে তো বেশ ভালো দেখতে। আমার থেকে বেটার এটা। খুব সুন্দর করে বানিয়েছেন। চক দিয়ে বানানো।'
আরও পড়ুন: 'মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে দাদাগিরি শীঘ্রই শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। শুরু হয়ে গিয়েছে অডিশন। এছাড়া শনি রবিবার করে আসছে সারেগামাপা লেজেন্ডস।