আপাতত আনন্দের সপ্তম স্বর্গে আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর ভক্তরা। এই গরমেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি। ২০২৪-এর শুরু থেকই বিয়ের খবর পাওয়া যাচ্ছিল। তখন অবশ্য এটিকে গুজব বলে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন কৌশাম্বি। পরে জানা যায়, বছরের মাঝামাঝি অর্থাৎ মে মাসে দুজনে যাচ্ছেন ছাদনাতলায়।
একেবারে হিন্দু রীতি মেনে ৯ মে বিয়েটা হবে হাওড়ায়। আর ১১ মে রিসেপশন কলকাতায়। হবু কনে বেশ লাজুক মুখেই জানিয়েছেন, কেনাকাটা প্রায় শেষের পথে। বিয়েতে লাল বেনারসিই পরছেন কৌশাম্বি। আর আদৃত এক্কেবারে বাঙালি বরবেশ, ধুতি আর পঞ্জাবি।
আরও পড়ুন: নিম ফুলের মধু-র পিকলুর সঙ্গে প্রেম টিকল না ‘বর্ষা’র! বাস্তবে কে প্রেমিক শৈলীর
আদৃত-কৌশাম্বির ফ্যানপেজ থেকে দুজনের একাধিক ভিডিয়ো শেয়ার করা হচ্ছে সোশ্যালে। তার একটিতে দেখা যাচ্ছে, আদৃত জানাচ্ছেন বিরিয়ানি তাঁর প্রিয় খাবার। যদিও নিজে বানাতে পারেন না। এমনকী, তাঁর মা-ও বিরিয়ানি খুব একটা ভালো বানান না।
আরও পড়ুন: মা-বাবার ৩০তম বিবাহবার্ষিকী! স্বর্ণেন্দুর সাহায্য নিয়ে কী উপহার দিলেন শ্রুতি
তাহলে কার হাতের বিরিয়ানির কথা বলতে চাইলেন আদৃত? আসলে সবটা ফাঁস হয়ে যায় কৌশাম্বি দিদি নম্বর ১-এ আসতে। তিনি জানান, বিরিয়ানি নাকি বড্ড ভালোবাসেন। আর তাতে রচনা যখন জিজ্ঞেস করেছিল, প্রেমিক (আদৃত)-কে খাইয়েছেন কিনা, সে পছন্দ করে কিনা, মাথা নেড়ে ‘হ্যাঁ’ ও বলেছিলেন!
আরও পড়ুন: ‘কফি অর্ডার করতাম দীপিকা-অনুষ্কাদের জন্য’! অভিনয়ে আসার আগে কোন পেশায় ছিল পরিণীতি
দিদি নম্বর ১-এর সেই এপিসোডেই রচনা বারবার জোর দেওয়াতে আদৃতের নাম না নিলেও, লাজুক মুখে কৌশাম্বি জানান, মনের মানুষ আছে তাঁর মনেতে। এমনকী, তাঁর প্রেমিককে যে মা-বাবারও খুব পছন্দ, জানিয়ে দেন সেটাও।
মিঠাই ধারাবাহিক দিয়ে প্রেম শুরু হয়েছিল আদৃত আর কৌশাম্বির। যদিও সেখানে ভাই আর দিদির চরিত্রে অভিনয় করেন তাঁরা। তবে সেটের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার রং পায়। আপাতত ছাদনাতলায় যাওয়ার পালা। বন্ধু, প্রেমিক-প্রমিকার পর এবারে তাঁদের পরিচয় হতে চলেছে স্বামী আর স্ত্রী।
এদিকে, মেয়ের বিয়ে নিয়ে বেশ মনখারাপ কৌশাম্বির মা-বাবার। তিনি জানান, বাড়িতে নাকি আজকাল কিছু বললেই মা মুখ ফুলিয়ে বলছে, আর তো কদিন… তারপর চলেই যাবি… তাই হাজারও আনন্দ, উজ্জেনার মাঝেই, একটা ছোট্ট মনখারাপও থেকেই যাচ্ছে।