বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > PAK vs BAN, Asia Cup 2023: সুপার ফোরের প্রথম ম্যাচে একাদশ থেকে পাকিস্তান বাদ দিল নওয়াজকে, দলে ফিরলেন ফাহিম

PAK vs BAN, Asia Cup 2023: সুপার ফোরের প্রথম ম্যাচে একাদশ থেকে পাকিস্তান বাদ দিল নওয়াজকে, দলে ফিরলেন ফাহিম

পাকিস্তান ক্রিকেট টিম।

ভারতের বিপক্ষে গ্রুপের ম্যাচে পাকিস্তানের নওয়াজ কোনও উইকেট পাননি। আসলে সেই ম্যাচে পাকিস্তানের তিন পেসার- শাহিন, হরিস এবং নাসিম মিলেই ১০ উইকেট তুলে নিয়েছিলেন। নেপালের বিপক্ষে নওয়াজ তাঁর দুই ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। ফাহিম আবার শেষ বার ওয়ানডে খেলেছেন গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচের জন্য তাদের একাদশ ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে। সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তান লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের জন্য দলে একটি পরিবর্তন করেছে পাকিস্তান। মহম্মদ নওয়াজের পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

ভারতের বিপক্ষে গ্রুপের ম্যাচে পাকিস্তানের নওয়াজ কোনও উইকেট পাননি। আসলে সেই ম্যাচে পাকিস্তানের তিন পেসার- শাহিন শাহ আফ্রিদি, হরিস রউফ এবং নাসিম শাহ মিলেই ১০ উইকেট তুলে নিয়েছিলেন। বাকিরা কেউ কোনও উইকেট পাননি। তবে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এবং পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। নেপালের বিপক্ষে নওয়াজ তাঁর দুই ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। ফাহিম আবার শেষ বার ওয়ানডে খেলেছেন গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে। আট ওভারে দুই উইকেট নেন তিনি।

আরও পড়ুন: কেএল রাহুলের লড়াইটা ইশানের সঙ্গে নয়, বরং শ্রেয়সের সঙ্গে হওয়া উচিত- ভারতের একাদশ নিয়ে সাফ দাবি গাভাসকরের

২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। শেষ বার দুই দলের দ্বৈরথে ৯৪ রানে হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ওই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে আবার টানা চারটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরই মধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে হওয়া এশিয়া কাপের সুপার ফোর পর্বের জয়টিও ছিল। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের একমাত্র সাফল্য। জয় পাওয়া ম্যাচে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক সরফরাজকে ক্যাচ দিয়ে ৯৯ রানে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। আসরের ফাইনাল খেলেছিল বাংলাদেশ।পরিসংখ্যান মতে, ওয়ানডে-তে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ৩২টিতে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে কেন কোনও রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করেনি টিম ইন্ডিয়া?

পাকিস্তান গ্রুপ লিগে নেপালকে হারিয়েছিল। আর ভারতের বিরুদ্ধে ম্যাচে পাক পেসাররা দাপট দেখালেও খেলাটা ভেস্তে গিয়েছিল। এবার সুপার ফোরে অন্য লড়াই। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর তিনটের সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলবেন বাবর আজমরা। এটিই হবে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপের শেষ ম্যাচ। বাকি সময় ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, ফখর জামান, মহম্মদ রিজওয়ান, আগা সলমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হরিস রউফ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন