বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > এশিয়া কাপ জিতলেও ODI Ranking-এ একে পৌঁছতে পারবে না ভারত, সুযোগ থাকবে পাকিস্তানের

এশিয়া কাপ জিতলেও ODI Ranking-এ একে পৌঁছতে পারবে না ভারত, সুযোগ থাকবে পাকিস্তানের

ওডিআই টিম র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান একে উঠতে পারলেও, ভারত পারবে না।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ভারত কিন্তু ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারবে না। এদিকে ভারত জেতার পরেও, পাকিস্তানের সামনে কিন্তু ফের এক নম্বর ওডিআই দল হওয়ার সম্ভবনা থাকবে। কোন সমীকরণে, জেনে নিন।

ঘরের মাঠে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে আগে টিম ইন্ডিয়ার ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু এশিয়া কাপে সুপার ফোর ম্যাচে বাংলাদেশের কাছে একটি মর্মান্তিক পরাজয়ের পর তাদের ওডিআইয়ে এক নম্বর দল হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। রবিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ভারত জিতলে, সে ক্ষেত্রে তারা ওডিআই ফরম্যাটে শীর্ষে পৌঁছতে পারবে কিনা, সেই সমীকরণের গল্পটা জেনে নিন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে পুরুষদের ওডিআই টিম র‌্যাঙ্কিংয়ে ভারত ছিল দুই নম্বরে। শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তাদের চেয়ে সামান্য পিছিয়ে ছিল ভারত। অজিদের রেটিং পয়েন্ট ১১৮ ছিল। রোহিত শর্মার টিম ইতিমধ্যেই টি-টোয়েন্টি এবং টেস্টে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। তাদের সামনে সুযোগ ছিল তিন ফর্ম্যাটে শীর্ষে পৌঁছানোর। তবে সে ক্ষেত্রে দু'টি শর্ত পূরণ করতে হত ভারতকে, তা হলেই তারা ওডিআই-এর এক নম্বর দল হতে পারত। সেই শর্ত দু'টি হল- ১) এশিয়া কাপে বাংলাদেশকে হারাতে হত টিম ইন্ডিয়াকে। এবং ২) অস্ট্রেলিয়াকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হত।

আরও পড়ুন: Asia Cup ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, রিজার্ভ ডে-তেও খেলা না হলে নিয়ম কী? কীসের ভিত্তিতে চ্যাম্পিয়ন হবে কোন দল?

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে-তে হেরেছে অজিরা। তবে বাংলাদেশের কাছে ভারত ছয় রানে হেরে বসে রয়েছে। এবং মেন ইন ব্লু এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ হেরে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার পিছনে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নেমে গিয়েছে।

আরও পড়ুন: চোট উদ্বেগজনক, Asia Cup-এর আঘাতের জেরে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হতে পারে নাসিম শাহের

রবিবার ভারত কি ওডিআই-এর এক নম্বর দল হতে পারে?

যেমন পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে এশিয়ায় তাদের আধিপত্য বাড়াতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিবার জয় পেলেও, ভারত এক নম্বরে পৌঁছতে পারবে না। জিতলে তারা সর্বোচ্চ ১১৫ রেটিং পয়েন্ট অর্জন করতে পারবে, যা তাদের তৃতীয় স্থানে পাকিস্তানের পিছনে রাখবে।

পাকিস্তান কী ভাবে আইসিসি-র ওডিআই ক্রিকেটের এক নম্বর জায়গা পুনরুদ্ধার করতে পারে?

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে পাকিস্তান তাদের এক নম্বর স্থান হারিয়ে বসে রয়েছে। রবিবার জোহানেসবার্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তবে পাকিস্তান এক নম্বরে উঠে আসতে পারবে। ভারত এশিয়া কাপ জিতলে, অস্ট্রেলিয়া সে ক্ষেত্রে তৃতীয় স্থানে চলে যাবে। অথবা কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত হেরে গেলে, অজিরা দ্বিতীয় স্থানে নেমে যাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন