পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারপারসন নাজাম শেঠি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিন্দা করেছেন। শনিবার এশিয়া কাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান গ্রুপ এ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ার জন্য এসিসি-র দিকেই আঙুল তুলেছেন তিনি। শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন মাত্র ৪৮.৫ ওভারের অ্যাকশন দেখা গেল কারণ ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮.৫ ওভারে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া অলআউট হয়ে যায়। পাকিস্তান রান তাড়া করার সুযোগ পায়নি, কারণ বৃষ্টির কারণে ম্যাচটির দ্বিতীয় ইনিংস আর শুরু করা যায়নি।
এর পরে, নাজাম শেঠি এক্সে (যেটি আগে টুইটার ছিল) লিখেছিলেন যে তিনি ভারত বনাম পাকিস্তানের খেলাটি সংযুক্ত আরব আমির শাহিতে এই কারণেই করাতে চেয়েছিলেন কিন্তু বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও এসিসি ম্যাচটি শ্রীলঙ্কাকে দিয়েছিল। নাজাম শেঠি এক্সে লিখেছেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ভেস্তে গেল ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান হিসেবে আমি এসিসিকে সংযুক্ত আরব আমির শাহিতে খেলার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে জায়গা দেওয়ার জন্য দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল। তারা বলেছিল দুবাইতে খুব গরম। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার যখন এশিয়া কাপ খেলা হয়েছিল বা এপ্রিল ২০১৪ এবং ২০২০ সালের সেপ্টেম্বরে যখন সেখানে আইপিএল খেলা হয়েছিল তখন তো সেখানে ততটাই গরম ছিল। খেলা নিয়ে রাজনীতি। ক্ষমারও অযোগ্য!’
২০২৩ এশিয়া কাপ মূলত পাকিস্তানে সম্পূর্ণভাবে আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ভারতের তাদের প্রতিবেশী দেশ ভ্রমণে অস্বীকৃতি এসিসিকে একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য করেছিল। সেই সময়ের পিসিবি প্রধান নাজাম শেঠি এসিসি-কে এই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিলেন। মজার ব্যাপার হল, এসিসির নেতৃত্বে রয়েছেন বিসিসিআই-এর সাধারণ সম্পাদক জয় শাহ। এই মডেলের অধীনে, ১৩টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি ম্যাচ শ্রীলঙ্কায় অয়োজিত হবে। টুর্নামেন্টের ফাইনাল সহ শ্রীলঙ্কায় ভারতের সবকটি ম্যাচ খেলা হবে। এদিকে শনিবার ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। পাকিস্তান, যারা তাদের প্রথম গ্রুপ ম্যাচে নেপালকে পরাজিত করেছে। দুই গ্রুপ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। ভারতের ঝুলিতে এখন এক পয়েন্ট রয়েছে এবং সোমবার তারা নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে। সুপার ফোরে এগিয়ে যেতে হলে টিম ইন্ডিয়ার জন্য একটি জয় বা একটি পয়েন্টই যথেষ্ট হবে।