শুভব্রত মুখার্জি: বুধবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের আসর। শেষ পর্যন্ত এশিয়া কাপের দল ঘোষণা করল গত বারের চ্যাম্পিয়নরা। দলে বেশ কিছু পুরনো মুখকে নতুন করে নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে । চোটের জন্য দলে জায়গা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে দলে ফেরত এসেছেন সিম বোলার প্রমোদ মদুশান এবং বিনুরা ফার্নান্দো। পাশাপাশি দলে প্রত্যাবর্তন ঘটেছে অলরাউন্ডার দুসান হেমন্তর। গত বারের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপ শুরুর আগেই চরম সমস্যায় রয়েছে। তাদের একাধিক ক্রিকেটার চোটের কারণে টু্র্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন। পাশাপাশি শ্রীলঙ্কা শিবিরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার।
শ্রীলঙ্কার পেস আক্রমণকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়া দুষ্মন্ত চামিরা ছিটকে গিয়েছেন 'পেকটোরাল টিয়ারের' কারণে। দিলশান মদুশঙ্কার সমস্যা রয়েছে 'অবলিক টিয়ারের'। লাহিরু কুমারা 'সাইড স্ট্রেন' অর্থাৎ দেহের সাইড মাসেলের চোট থেকে সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। ফলে সবাই কোন না কোনও চোটে হয় আক্রান্ত, না হয় সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। আর সেই কারণেই ভাগ্যের শিকে ছিঁড়েছে বিনুরা ফার্নান্দো এবং প্রমোদ মদুশানের। অন্যদিকে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার থাইতে চোট রয়েছে। ফলে এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি। আর তাঁর জায়গাতেই দলে জায়গা পেয়েছেন দুসান হেমন্ত।
আরও পড়ুন: স্ট্রাইকরেট বাড়িয়েছি বলেই, রান কমেছে- দাবি রোহিত শর্মার
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা দল। গত বারের এশিয়া কাপজয়ী অধিনায়ক দাসুন শানাকা এবারেও দলকে নেতৃত্ব দেবেন। ওপেনিং ব্যাটার কুশল মেন্ডিস এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চণ্ডিমালের। অন্যদিকে আবিষ্কা ফার্নান্দো কোভিডের কারণে এশিয়া দলের বাইরেই রয়েছেন। শ্রীলঙ্কা বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ঘোষিত দল: দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডি' সিলভা, সাদিরা সমরাবিক্রম, মহেশ থিকশানা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, কুশান রজিথা, দুসান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মদুশান।