ভারত অধিনায়ক রোহিত শর্মার বর্তমান ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সম্প্রতি হিটম্যান বলেছেন, ২০১৯ বিশ্বকাপের ছন্দে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি তাঁর বর্তমান ব্যাটিং কৌশল, তাঁর উদ্দেশ্য এবং অধিনায়কত্বের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, স্ট্রাইক রেট বাড়ানোর জন্য বাড়তি ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা করার ফলেই তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা কিছুটা কমেছে।
রোহিত তাঁর পুরো ক্যারিয়ার জুড়ে বড় ইনিংস খেলা এবং, সেঞ্চুরির জন্যই পরিচিত। যাইহোক সাম্প্রতিক কালে, তিনি ইচ্ছাকৃত ভাবে আরও আক্রমণাত্মক শৈলী অবলম্বন করেছেন। গত বিশ্বকাপের পর থেকে রোহিত ২৮ ইনিংসে ১০১.০২ স্ট্রাইক রেটে ১১৭৯ রান করেছেন। তবে তাঁর ব্যাটিং গড় (৪৭.১৬) কিন্তু তাঁর ওয়ান ডে ক্যারিয়ার গড়ের (৪৮.৬৩) থেকে একটু কম।
স্পোর্টসস্টারে একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘আমি আরও ঝুঁকি নিতে চেয়েছিলাম। সে কারণেই পরিসংখ্যান এরকম। এই সময়কালে আমার স্ট্রাইকরেট বেড়েছে। তবে গড় কিছুটা হলেও কমেছে। ব্য়াটিং কোচ বিক্রম রাঠোরও বলছিল, অতিরিক্ত ঝুঁকির কারণেই বড় স্কোর হচ্ছে না। তবে আমি ফলাফলে খুব খুশি।’
তিনি যোগ করেছেন, ‘আমার ক্যারিয়ারের স্ট্রাইক-রেট প্রায় ৯০ (৮৯.৯৭) কিন্তু বিগত কয়েক বছরে, আপনি যদি আমার স্কোর দেখেন এবং স্ট্রাইক-রেট বিবেচনা করেন, তবে এটি প্রায় ১০৫-১১০ হয়েছে। তাই কোথাও আপস করতেই হয়েছে। ৫৫ গড় নিয়ে ১১০ স্ট্রাইক-রেটে ব্যাট করা সম্ভব নয়।’
আরও পড়ুন: এশিয়া কাপে কোহলিদের হাতে বাবর বধ পাকা, দাবি ঠুকলেন বিশ্বকাপজয়ী প্রাক্তনী
যদিও তাঁর স্ট্রাইকরেট বেড়েছে, কিন্তু রোহিতের গড় কিছুটা হ্রাস পেয়েছে। আর এই পরিবর্তনটি উচ্চ-ঝুঁকিপূর্ণ খেলার জন্য হয়েছে বলে দাবি করেছেন রোহিত। তিনি বিশ্বাস করেন যে, এটা তার জন্য অপরিহার্য।
রোহিত জোর দিয়েছেন যে, তাঁর এই পরিবর্তনটি আকস্মিক নয়। বরং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার ফলাফল। তবে তিনি এও বলেছেন যে, একই সঙ্গে ভালো গড় এবং দুর্দান্ত স্ট্রাইক রেট থাকা সম্ভব নয়।
ওয়ান ডে ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান করেছিলেন। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ করেন রোহিত। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বাধিক স্কোর। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। বড় সেঞ্চুরি শেষ এসেছে ২০১৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে ১৫০ প্লাস স্কোর করেছিলেন।