ভারতের ব্যাটিং অর্ডারের চার ও পাঁচ নম্বর পজিশন নিয়ে কবে থেকে চলছে কাটাছেঁড়া। এই পজিশনে কারা ব্যাট করবেন? তা নিয়ে জল্পনার শেষ নেই। এশিয়া কাপ এবং বিশ্বকাপের টিম নিয়ে যা না চর্চা, তার চেয়ে বেশি বারবার উঠে আসছে চার আর পাঁচ নম্বর পজিশনের বিষয়টি। এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। পাশাপাশি পরীক্ষানিরীক্ষা চালানো নিয়েও অকপট ছিলেন দ্রাবিড়।
বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দলের ছ'দিনের কন্ডিশনিং ক্যাম্পের সমাপ্তির পর সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, ‘আমরা যে সব সময়ে পরীক্ষানিরীক্ষা চালানোর জন্যই বিভিন্ন কম্বিনেশন নিয়ে চেষ্টা করেছি তা কিন্তু নয়। অনেক সময়ে করতে বাধ্যও হয়েছি।’ এই প্রসঙ্গেই তিনি ব্যাটিং অর্ডারের চার এবং পাঁচ নম্বর পজিশনের বিষয়টি টেনে এনেছেন।
আরও পড়ুন: স্ট্রাইকরেট বাড়িয়েছি বলেই, রান কমেছে- দাবি রোহিত শর্মার
দ্রাবিড় বলেছেন, ‘আপনাদের একটি উদাহরণ দিতে পারি। চার এবং পাঁচ নম্বর স্পট নিয়ে অনেক আলোচনা চলছে। অনেক কথা বলা হচ্ছে। তবে সত্যি কথা বলতে, ১৮ বা ১৯ মাস আগে আপনাদের আমি বলতে পারতাম যে, শীর্ষ দুই-তিন জন ক্রিকেটার রয়েছে। এই জায়গাগুলির জন্য শ্রেয়স (আইয়ার), কেএল (রাহুল) এবং ঋষভ (পন্ত) রয়েছে। ১৮ মাস আগে আমাদের বেছে নেওয়া দলের দিকে যদি ফিরে তাকান, তখন কিন্তু আমাদের মধ্যে কোনও সংশয় ছিল না। তবে এটা দুর্ভাগ্যজনক যে, দু’মাসের ব্যবধানে ওরা তিন জনই চোট পেয়ে যায়। যে কারণে আমরা বাধ্য হয়েছি অন্য ক্রিকেটারদের সেই জায়গায় খেলাতে। তবে আমাদের মাথায় তিন জনই ছিল। ওরাই আছে।’
চোট সারিয়ে এশিয়া কাপের দলে অবশ্য সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। যদিও রাহুল এশিয়া কাপের গ্রুপ লিগ পর্বের দুই ম্যাচ খেলতে পারবেন না। বেঙ্গালুরুর আলুরে কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘রাহুল বাস্তবিকই উন্নতি করছে। তবে এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।’ ৩০ অগস্ট শ্রীলঙ্কা রওনা দেবে মেন ইন ব্লু-র সদস্যরা। সেই দলের সঙ্গে যাচ্ছেন না রাহুল। আপাতত এনসিএ-তে রিহ্যাব চলবে তাঁর। ৪ সেপ্টেম্বর তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ভারতীয় দল সুপার ফোর স্টেজে কোয়ালিফাই করলে, তবেই এশিয়া কাপে খেলার সুযোগ পাবেন কেএল।
তবে পন্ত এখনও চোট সারিয়ে ২২ গজে ফিরতে পারেননি। কবে ফিরবেন তাঁর কোনও ঠিন নেই। দ্রাবিড় বলেন, ‘তিন জনের মধ্যে দু’জন সুস্থ হয়ে ফিরেছে। এটা আমাদের কাছে ভালো খবর। শ্রেয়স খুব ভালো ব্যাট করছে। কিন্তু সেটা নেটে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক দিন খেলেনি শ্রেয়স। এশিয়া কাপে সেই সুযোগ পাবে। রাহুলও ভালো খেলছে। ব্যাট করছে। কিপিং করছে। কিন্তু ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। বিশ্বকাপের কথা মাথায় রেখেছি।’ এদিকে সূত্র মারফৎ খবর, এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই ঘোষণা হয়ে যেতে পারে টিম ইন্ডিয়ার ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড।