কী হাল পাকিস্তান ক্রিকেট দলের! যেন পাড়ার দল হয়ে গিয়েছে! ডাক্তার ছাড়াই অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য অফিসিয়াল টিম ডাক্তার হিসাবে যদিও নাম রয়েছে সোহেল সেলিমের। কিন্তু তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি।
পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও ডাঃ সেলিমের জন্য ভিসা পাওয়ার চেষ্টা করে চলেছে। এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি পার্থে প্রথম টেস্টের জন্য সময় মতো অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন।’
আরও জানা গিয়েছে, একই ভাবে প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান শোয়েব মহম্মদ, যিনি সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপে অংশ নেওয়া পাকিস্তান জুনিয়র দলের ম্যানেজার হিসাবে মনোনীত হয়েছেন, তিনিও দলের সঙ্গে যেতে পারেননি।
পিসিবি-র সেই সূত্রের দাবি, ‘শোয়েবের পাসপোর্টের মেয়াদ পার হয়ে যাওয়া সংক্রান্ত কিছু সমস্যা ছিল, যা বোর্ড সমাধান করে দিয়েছে এবং আশা করি, তিনিও শীঘ্রই নিজের কাজের দায়িত্ব নিতে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবেন।’
হাস্যকর বিষয় হল, অফ-স্পিনার সাজিদ খান, যিনি অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান দলে আবরার আহমেদের স্থলাভিষিক্ত হতে চলেছেন, তিনিও ভিসা সমস্যা আটকে গিয়েছেন। যে কারণে তাঁর অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার ক্ষেত্রে দেরী হচ্ছে।
পিসিবি-র সূত্রটি অবশ্য স্বীকার করেছে, কোনও সফরকারী দলে কর্মকর্তাদের নাম দেওয়ার আগে, বোর্ডকে নিশ্চিত করা উচিত যে, তাঁরা তাঁদের দলের সঙ্গে সঠিক সময়সূচীতে যোগ দিতে পারবেন কিনা!
আরও পড়ুন: এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই সমস্যায় পড়ে গিয়েছে পাকিস্তান। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন দলের প্রধান স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন তিনি। অথচ দলের সঙ্গে কোনও ডাক্তার নেই। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
প্যাট কামিন্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল ফলের জন্য লেগ স্পিনার আবরারের উপর অনেকটাই নির্ভর করেছিলেন শান মাসুদ। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়কের সেই আশায় জল ঢেলে দিল তরুণ লেগ স্পিনারের চোট। প্রস্তুতি ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন আবরার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন মাত্র ৮ ওভার বল করতে পেরেছেন তিনি। ডান পায়ে অস্বস্তি অনুভব করার কথা জানিয়েছেন ২৫ বছরের লেগ স্পিনার।