বাংলা নিউজ > ক্রিকেট > টেস্ট ও ওডিআই-তে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে অজিরা, কিন্তু ২৮ গুণ বেশি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড- রিপোর্ট

টেস্ট ও ওডিআই-তে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে অজিরা, কিন্তু ২৮ গুণ বেশি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড- রিপোর্ট

শীর্ষে থাকা বিসিসিআই ২৮ গুণ বেশি আয় করে দুইয়ে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার তুলনায়।

ক্রিকবাজের মতে, বিসিসিআই-এর ভ্যালু ভারতীয় মুদ্রায় ১৮,০০০ কোটির বেশি হলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট ভ্যালু ভারতীয় মুদ্রায় ৬৬০ কোটি। রিপোর্ট অনুযায়ী, তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), যে বোর্ডের ভ্যালু ৫৯ মিলিয়ন।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আইসিসির লাভের একটি বড় অংশ পা বিসিসিআই। ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটকে এখন কার্যত নিয়ন্ত্রণ করছে। এখন প্রশ্ন হল, অন্যান্য শীর্ষ বোর্ডের তুলনায় বিসিসিআই কতটা সমৃদ্ধ? একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, শীর্ষস্থানে থাকা বিসিসিআই এবং দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধান ঠিক কতটা! ভারতীয় বোর্ড তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের তুলনায় ২৮ গুণ বেশি আয় করেছে। সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে, বিসিসিআই-এর মোট মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৭০০ কোটি টাকা।

ভারতবাসী নিঃসন্দেহে ক্রিকেট নিয়ে একেবারে পাগল। ক্রিকেটকে ঘিরে উন্মাদনা এই দেশে একেবারে আকাশছোঁয়া থাকে। ভারতে ক্রিকেটের যে বাজার আছে, তা সারা বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে, অন্যান্য দেশগুলি ভারতীয় দলকে নিয়ে কোনও সিরিজ করার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এতে লাভের অঙ্কটা এক লাফে অনেকটা বেড়ে যায়।

আরও পড়ুন: এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ

ক্রিকবাজের মতে, বিসিসিআই-এর ভ্যালু ভারতীয় মুদ্রায় ১৮,০০০ কোটির বেশি হলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট ভ্যালু ভারতীয় মুদ্রায় ৬৬০ কোটি। রিপোর্ট অনুযায়ী, তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), যে বোর্ডের ভ্যালু ৫৯ মিলিয়ন। প্রকৃতপক্ষে শীর্ষ ১০ বোর্ডের সম্মিলিত মোট সম্পদের প্রায় ৮৫% বিসিসিআই-এর কাছেই রয়েছে।

আরও পড়ুন: WPL 2024 এক রাজ্যেই অনুষ্ঠিত হবে- সাফ জানালেন জয় শাহ, সঙ্গে IPL কবে থেকে শুরু হবে, তা নিয়ে দিলেন বড় আপডেট

১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলা হওয়া আসন্ন ভারত সফর থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আয় কতটা বেশি পরিমাণের হতে চলেছে, সেটাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ভারতের বিরুদ্ধে ৩০ দিনের ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পার্সে প্রায় ৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল প্রতি ম্যাচে প্রায় ৮.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রতিদিন ২.২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। সিএসএ আর্থিক ভাবে ধনী বোর্ড নয়, কিন্তু গত তিন আর্থিক বছরে ৬.৩ মিলিয়ন ডলার, ১০.৫ মিলিয়ন ডলার এবং ১১.৭ মিলিয়ন ডলার, যে আর্থিক ক্ষতি হয়েছিল সিএসএ-এর, সেই ক্ষতিপূরণ এই সিরিজের মাধ্যমে হয়ে যাবে, বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার পাশাপাশি, মহিলা প্রিমিয়ার লিগের উত্থান, বিসিসিআই-কে আর্থিক ভাবে ধনী করে দিয়েছে। যা অন্যান্য বোর্ডের তুলনায় ভারতীয় ক্রিকেটকে অনেকটাই এগিয়ে রেখেছে। পাশাপাশি এই দেশে ক্রিকেট ঘিরে বাড়তি উন্মাদনার জেরেও অতিরিক্ত লক্ষ্মী লাভ হয় বিসিসিআই-এর।

ক্রিকেট খবর

Latest News

১৫ নভেম্বর থেকে সোজা পথে শনির চলন, ৫ রাশির সময় বদলাবে, হবে চাকরি ‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.