বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করতে ৭ ওভারও লাগল না স্মিথদের, ১০০০তম ODI ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করতে ৭ ওভারও লাগল না স্মিথদের, ১০০০তম ODI ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া।

Australia vs West Indies 3rd ODI: কেরিয়ারের প্রথম ২টি ম্যাচেই সেরার পুরস্কার হাতে তোলেন জেভিয়ার বার্টলেট, ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

গাব্বায় হেরে বসায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজ ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে অজিদের। এবার ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হোয়াইটওয়াশ করে রাগ মিটিয়ে নিলেন স্টিভ স্মিথরা।

মেলবোর্ন ও সিডনির প্রথম ২টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া আগেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছিল। এবার ক্যানবেরায় নিয়ম রক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করে অজিরা। উল্লেখযোগ্য বিষয় হল মোটে ৭ ওভারের মধ্যেই তৃতীয় ওয়ান ডে জিতে নেয় অস্ট্রেলিয়া।

মানুকা ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে। তারা ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। ২৪.১ ওভারে মাত্র ৮৬ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেন করতে নেমে আলিক আথানাজে ৩২ রান করেন। ৬০ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে কেসি কার্টি ২২ বলে ১০ রান করেন। রোস্টন চেস ২৬ বলে ১২ রানের যোগদান রাখেন। ওটলি ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করেন। ক্যাপ্টেন শাই হোপ ১টি বাউন্ডারির সাহায্যে ৪ রান করে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:- NZ vs SA 1st Test: রাচিনের একার রানকেই টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা, দুই ইনিংসেই সেঞ্চুরি উইলিয়ামসনের

খাতা খুলতে পারেননি টেডি বিশপ, ম্য়াথিউ ফোর্ড, গুড়াকেশ মোতি ও ওশেন থমাস। রোমারিও শেফার্ড ১ ও আলজারি জোসেফ ৬ রানের যোগদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে মোটে ৫টি বাউন্ডারি দেখা যায়।

অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ল্যান্স মরিস ও অ্যাডাম জাম্পা। ১টি উইকেট নেন শন অ্যাবট। উইকেট পাননি ক্যামেরন গ্রিন।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলয়া মাত্র ৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন জোশ ইংলিস।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: সেঞ্চুরি লেখা নেই ভাগ্যে! সচিন দুই ইনিংসেই আউট ৯০-এর ঘরে, ম্যাচে জোড়া হাফ-সেঞ্চুরি আজহারউদ্দিনের

ম্য়াচের সেরা হন জেভিয়ার বার্টলেট। তিনি সিরিজের প্রথম ম্যাচেও ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন, যেটি ছিল তাঁর অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক ম্যাচ। মাঝে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামেননি জেভিয়ার। অর্থাৎ, কেরিয়ারের প্রথম ২টি ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বার্টলেট। স্বাভাবিকভাবেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল অস্ট্রেলিয়ার ১০০০তম দলগত ম্যাচ। ভারতের পরে দ্বিতীয় দল হিসেবে ১০০০ ওয়ান ডে খেলার নজির গড়ে অস্ট্রেলিয়া। এমন মাইলস্টোন ম্যাচে বাকি থাকা বলের নিরিখে নিজেদের সব থেকে বড় ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে ২৫৯ বলের ব্যবধানে জয়ের আগে তাদের সর্বকালীন রেকর্ড ছিল আমেরিকার বিরুদ্ধে। ২০০৪ সালে অস্ট্রেলিয়া আমেরিকাকে হারিয়ে দেয় ২৫৩ বল বাকি থাকতে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.