বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুত্বর হওয়ার কারণে টেস্ট সিরিজে মুশফিকুরের খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শেষ পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গিয়ে আঘাত পেয়েছিলেন। মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট লেগেছে। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছিলেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এরপরেই দুঃসংবাদটি সামনে আসে।
ম্যাচের পর স্ক্যান করা হয় মুশফিকের আঙুলের। সেখানে দেখা গেছে চিড়। সাধারণত এমন চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসেবে টেস্ট সিরিজে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বিসিবি জানিয়েছে, মুশফিকের জায়গায় কাকে নেওয়া হবে, সেটি দ্রুতই ঘোষণা করা হবে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘ম্যাচের পর ঢাকায় এক্স-রেতে মুশফিকের আঙুলের হাড়ের জোড়ায় চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’
আরও পড়ুন… IPL 2024 এর আগে নিজেদের নাম বদলে ফেলল RCB! জেনে নিন বিরাট কোহলিদের দলের নতুন নাম কী?
বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, 'মেডিকেল টিম থেকে জানানো হয়েছে ওর হাতে বেশ ব্যাথ। ওর জন্য শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।' মুশফিক ছিটকে গেলে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি নির্বাচকরা। এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'যদি না হয় (মুশফিককে পাওয়া না যায়), তখন তো বিকল্প খেলোয়াড় দিতেই হবে।'
সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন খেলেন শুধু টেস্ট ও ওয়ানডে। তবে তাঁর টেস্ট মিস করা মোটেও নিয়মিত ঘটনা নয়। ২০০৫ সালে অভিষেক হলেও ২০০৮ সালে টেস্ট দলে নিয়মিত হন, এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট মিস করেছেন তিনি। এমনিতে শ্রীলঙ্কা মুশফিকের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার গড় ৩৮.০৯ হলেও লঙ্কানদের বিপক্ষে গড় ৫৩.৮৪। তাদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটিও করেছিলেন তিনি।