বাংলা নিউজ > ক্রিকেট > BAN vs SL: মাঠেই মেজাজ হারিয়ে হাসারাঙ্গাদের দিকে তেড়ে গিয়েছিলেন! তৌহিদ হৃদয়কে জরিমানা করল ICC

BAN vs SL: মাঠেই মেজাজ হারিয়ে হাসারাঙ্গাদের দিকে তেড়ে গিয়েছিলেন! তৌহিদ হৃদয়কে জরিমানা করল ICC

শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ালেন তৌহিদ হৃদয় (ছবি-AFP) (AFP)

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তৌহিদ হৃদয়কে জরিমানা করল আইসিসি। সিলেটে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন তৌহিদ হৃদয়।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তৌহিদ হৃদয়কে জরিমানা করল আইসিসি। সিলেটে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন তৌহিদ হৃদয়। তার দায়ে তাঁকে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা জানিয়েছে। শুধু জরিমানা নয়, এছাড়াও তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। হৃদয়ের বিরুদ্ধে আইসিসি তাদের কোড অব কনড্যাক্টের লেভেল ওয়ান ভাঙার অভিযোগ এনেছে।

আরও পড়ুন… NZ vs AUS: হেরেছি তাতে কিছু যায় আসে না, কীভাবে খেলছি সেটাই আসল কথা- মিচেলকেও কি স্টোকসের রোগ ধরল

ঘটনা শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে ঘটেছিল। আউট হয়ে উঠে যাওয়ার সময় লঙ্কান খেলোয়াড়দের কোনও একটা কথায় মেজাজ হারান হৃদয়। এ সময় শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে যান তিনি। সিলেটে শনিবার শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হারের ম্যাচে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন তৌহিদ হৃদয়। ম্যাচ শেষে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার শরাফউদ্দৌলা ইবনে সৈকত ও তানভির ইসলাম। এ ছাড়া থার্ড আম্পায়ার গাজী সোহেল ও ফোর্থ আম্পায়ার মাসুদূর রহমান মুকুলও তাদের অভিযোগে সায় দিয়েছেন। হৃদয় নিজের শাস্তি মেনে নেয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন… অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে বদলে যাবে নিউজিল্যান্ড দলের নেতা! ইঙ্গিত দিলেন টিম সাউদি

এই আচরণের জন্য তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী এটা লেভেল ওয়ানের অপরাধ। এর ফলে হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যাচ্ছিলেন তৌহিদ হৃদয়। তখন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার হৃদয়ের উদ্দেশ্যে কিছু একটা বলেন। সেই কথা শুনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দিকে তেড়ে যান তৌহিদ হৃদয়।

আরও পড়ুন… NZ vs AUS: কেন অ্যালেক্স ক্যারিকে শতরানটা করতে দিলেন না? শেষ বলে চার মারার কারণ বললেন প্যাট কামিন্স

সেখানেই ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদে জড়ান হৃদয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ, ক্রিজে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার, ড্রিংকস নিয়ে মাঠে ঢোকা তাইজুল ইসলাম। এ ঘটনার ফলে তৌহিদ হৃদয় আইসিসি কোড অন কনড্যাক্টের ২.২০ ধারা ভেঙেছেন। এদিন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ করেন ম্যাচ রেফারির কাছে। ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি ক্রাফটের সামনে নিজের দোষ স্বীকার করেন হৃদয়। এ কারণে বাড়তি শুনানির প্রয়োজন হয়নি।

ক্রিকেট খবর

Latest News

অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা আজ কাদের সম্পর্কের মধ্যে সতেজতা থাকবে? কী বলছে আজকের প্রেম রাশিফল দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.