ক্রাইস্টচার্চ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একটি বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন। তবে যখন তিনি উইনিং শটটি মারেন, তখন ক্রিকেট বিশ্ব কিছু সময়ের জন্য অবাক হয়ে গিয়েছিল। আসলে, কামিন্স যখন এই বাউন্ডারি শটটি মারেন, তখন অ্যালেক্স ক্যারি ৯৮ রান করে ক্রিজের উলটো দিকে দাঁড়িয়েছিলেন। কারণ তিনি অন্য প্রান্তে ব্যাট করছিলেন। নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে ছিলেন অ্যালেক্স ক্যারি। এমন অবস্থায় সকলেই ভেবেছিলেন যে কামিন্স নিশ্চিতভাবে ক্যারিকে তাঁর শতরান করতে দেবেন। তবে সেটি আর হয়নি।
কারণ ম্যাচ জয়ী শট মারেন কামিন্স, যা সমর্থকদের বোধগম্যের বাইরে ছিল। এরপরে সোশ্যাল মিডিয়ায় বহু ভক্ত প্যাট কামিন্সের বিরুদ্ধে নানা বার্তা লেখেন। জয়ের কৃতিত্ব নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। যাইহোক, ম্যাচের পরে, কামিন্স এই বিষয়টি থেকে পর্দা তোলেন। তিনি জানান কেন তিনি ম্যাচের উইনিং বাউন্ডারিটি হাঁকিয়েছিলেন। প্যাট কামিন্স দাবি করেছিলেন যে তিনি জানতেন না যে অ্যালেক্স ক্যারি সেই সময়ে ৯৮ রানে ব্যাট করছেন।
আরও পড়ুন… ISL 2025-26 মরশুমেই কি ভারতীয় ফুটবলে VAR-কে দেখা যাবে! মে মাসে সিদ্ধান্ত নিতে পারে AIFF
ম্যাচের পর প্যাট কামিন্স বলেছেন, ‘এটা বেশ চাপের ছিল, গত কয়েক ঘণ্টায় আমরা সকলেই বেশ নার্ভাস ছিলাম। এটা আশ্চর্যজনক বিজয়। যেভাবেই হোক, তাড়াতাড়ি করে (উইনিং শটে) জিততে চেয়েছিলাম। তখন আমি জানতাম না যে সে (ক্যারি) ৯৮ রানে খেলছিলেন।’ ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে অ্যালেক্স ক্যারি বলেছিলেন যে তিনি দলকে প্রথমে রাখতে পেরে বেশি খুশি। তিনি বলেন, ‘আমি এতেই খুশি ছিলাম। আমি আবার স্ট্রাইকে যেতে চাইনি।’
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে কিউয়ি দলকে ৩ উইকেটে হারিয়ে স্বাগতিকদের ২-০ হোয়াইটওয়াশ করেছে অজি দল। এই ম্যাচে অ্যালেক্স ক্যারি এবং প্যাট কামিন্স অষ্টম উইকেটে ৬১ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। প্যাট কামিন্স যখন উইনিং শট মারেন, তখন সবাই অবাক হয়েছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন যে অ্যালেক্স ক্যারি তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে ছিলেন, তাহলে কামিন্স কেন তাঁকে সেঞ্চুরি করার সুযোগ দিলেন না।