নভেম্বরের সেরা ক্রিকেটার হিসাবে জায়গা করে নিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। এই খেতাব জিতে খুশি নাহিদা সহ তাঁর পরিবার এবং গোটা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পাশাপাশি, তিনি প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার খেতাব জিতলেন। এই পুরস্কারটি পেয়ে নাহিদার বলেন, তিনি অত্যন্ত খুশি এবং তিনি আইসিসির সেই প্যানেলের সকলকে ধন্যবাদ জানাতে চান এই পুরস্কারটি দেওয়ার জন্য। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন নিজের সতীর্থ এবং অধিনায়ক ও দলের কোচকে।
বল হাতে একাধিক ম্যাচের মোড় ঘুরিয়েছেন নাহিদা। তাঁর স্পিন খেলতে রীতিমতো হাবুডুবু খান বিপক্ষ দলের ব্যাটাররা। এমনকী, অনেক ক্ষেত্রে হারা ম্যাচ দলের হয়ে জিতিয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে একটি পাকিস্তানের বিরুদ্ধে। ফাইনালে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি পাকিস্তানকে আটকে দিয়েছিলেন ৯ উইকেট ১৬৬ রানে। ম্যাচটি সহজে জিতে যায় বাংলাদেশ। এছাড়াও পাকিস্তানে বিরুদ্ধে তিনি একটি লো স্কোরিং ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। অল্প রান তাড়া করতে নেমে রীতিমতো লড়াই করতে হয় পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে। এই মুহূর্তে তিনি বাংলাদেশ মহিলা দলের সেরা বোলার। লাগাতার ভালো পারফরম্যান্সের জেরে তিনি জিতে নিয়েছেন আইসিসির এই মাসের সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার। এই খেতাব পেয়ে খুশি প্রকাশ করে নাহিদা জানিয়েছেন, এই মুহূর্তটা তিনি চিরকাল মনে রাখবেন।
নাহিদা জানান, 'এখনো পর্যন্ত আমার জীবনের সেরা উপহারের মধ্যে এটি একটি। চিরকাল এই মুহূর্তটা মনে থাকবে। সত্যি বলতে গেলে আমি আইসিসির সেই প্যানেলের সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এই পুরস্কারের উপযুক্ত মনে করেছে। এটা আমার মনে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে এবং আমার মধ্যে আত্মবিশ্বাসও যোগাবে আগামী দিনে ভালো পারফর্ম করার জন্য।'
এছাড়াও নাহিদা তিনি নিজের দলের অধিনায়ক সতীর্থ এবং কোচ কেও ধন্যবাদ জানাতে চান তাঁকে লাগাতার সাহায্য করার জন্য। তিনি বলেন, 'বিগত কয়েক মাস ধরে আমরা ভাল ক্রিকেট খেলছি এবং খেলেও চলেছি। আমি খুবই খুশি দলের এই সাফল্যের পিছনে আমার একটা বড় হাত রয়েছে বলে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার কোচ আমার অধিনায়ক আমার সতীর্থ এবং আরও সাপোর্ট স্টাফদের যারা আমায় লাগাতার সাহায্য করেছে। আমার দলের ক্রিকেটাররা আমাকে সবসময় সাহায্য করেছে এবং আমাকে তাঁরা উপদেশ দিতো নিজের উপর বিশ্বাস রাখার। সত্যি বলতে গেলে এরা সবাই না থাকলে আমি মাঠে নিজের সেরাটা দিতে পারতাম না। হয়তো আমি আজওই পুরস্কারটা পেতে পারতাম না।'