বাংলা নিউজ > ক্রিকেট > Bengal vs Assam Ranji Trophy Day 2: ১০০-র কমেই ৮ উইকেট তুলে অসমের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

Bengal vs Assam Ranji Trophy Day 2: ১০০-র কমেই ৮ উইকেট তুলে অসমের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটাররা। ছবি- সিএবি।

Bengal vs Assam Ranji Trophy 2024 Day 2 Live: প্রথম দিনেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে আউট হন ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। পরে বাংলার হয়ে বল হাতে রং ছড়ান কাইফ-সূরজ-অঙ্কিত।

প্রথম ৩ ম্য়াচ থেকে সাকুল্যে ৫ পয়েন্ট তুলে নেওয়া বাংলার কাছে অসমের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছে। চলতি রঞ্জি মরশুমে প্রথম জয়ের খোঁজে রয়েছে বাংলা। গুয়াহাটিতে টসভাগ্য সঙ্গ দেয়নি মনোজ তিওয়ারিদের। তবে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪০৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে বাংলা। ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান অনুষ্টুপ মজুমদার ও ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। পালটা ব্যাট করতে নেমে অসম তাদের প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে। দ্বিতীয় দিনের শেষে ম্যাচে চালকের আসনে বাংলা।

বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের স্কোরকার্ড:-

বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের আপডেট:-

— বাংলার ৪০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে অসম দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে। সাহিল জৈন ৩৬ রানে ব্যাট করছেন। অর্থাৎ, বাংলার থেকে এখনও ৩০৬ রানে পিছিয়ে রয়েছে অসম। মহম্মদ কাইফ ৩২ রানে ৩টি উইকেট নিয়েছেন। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন সূরজ জসওয়াল। ২২ রানে ২টি উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র।

— ৩২.৬ ওভারে মহম্মদ কাইফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রাহুল সিং। ১২ বলে ১ রান করেন তিনি। অসম ৯৮ রানে ৮ উইকেট হারায়।

— ২৮.৪ ওভারে মহম্মদ কাইফের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন মুখতার হুসেন। ৯ বলে ৩ রান করেন তিনি। অসম ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায়।

আরও পড়ুন:- India A vs England Lions: ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না ইংল্যান্ড লায়ন্স, বিরাট জয় ভারতীয়-এ দলের

— ২৫.৫ ওভারে অঙ্কিত মিশ্রর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ধরণী রাভা। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অসম ৮৩ রানে ৬ উইকেট হারায়।

— ২৩.৫ ওভারে অঙ্কিত মিশ্রর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেনিশ দাস। ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। অসম ৭৮ রানে ৫ উইকেট হারায়।

— ৯.৫ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন সুমিত। ৬ বলে ১ রান করেন তিনি। অসম ৩৫ রানে ৪ উইকেট হারায়।

— ৭.২ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন আকাশ সেনগুপ্ত। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। অসম ২৫ রানে ৩ উইকেট হারায়। পরপর ২ বলে ২টি উইকেট নেন সূরজ।

— ৭.১ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন ঋষভ দাস। ২০ বলে ৪ রান করেন তিনি। অসম ২৫ রানে ২ উইকেট হারায়।

— পালটা ব্যাট করতে নামা অসম শিবিরে শুরুতেই ধাক্কা দেয় বাংলা। ৪.৪ ওভারে মহম্মদ কাইফের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন রাহুল হাজারিকা। দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে অসম ৬ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৯ রান সংগ্রহ করে।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: গত ম্যাচে ডাবল-সেঞ্চুরির পরে এবার ফের শতরান জগদীশানের, ১০০ টপকে লড়াই জারি হনুমা বিহারীর

— ৮টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন করণ লাল। তিনি ১১৩ বলে ৫২ রান করে আউট হন। বাংলা প্রথম ইনিংসে ৪০৫ রানে আল-আউট হয়ে যায়। তারা সাকুল্যে ১৩১.৪ ওভার ব্যাট করে। ৭ বলে ১ রান করে নট-আউট থাকেন সুমন দাস। ৮৬ রানে ৪ উইকেট নেন অসমের মুখতার হুসেন।

— খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অঙ্কিত। তিনি ৬ বল খেলে শূন্য রানে মাঠ ছাড়েন। বাংলা ৩৮৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুমন দাস।

— ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূরজ জসওয়াল। তিনি ৭৫ বলে ৫২ রান করে আউট হন। বাংলা ৩৮১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত মিশ্র।

— ১১৫তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ১১৭ ওভার শেষে বাংলার স্কোর ৭ উইকেটে ৩৬২ রান। ২৫ রান করেছেন করণ লাল। ৩৭ রানে ব্যাট করছেন সূরজ।

— দ্বিতীয় দিনের লাঞ্চে বাংলা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩২৭ রান তোলে। ৪৪ বলে ১৫ রান করেছেন করণ লাল। মেরেছেন ২টি চার। ১৫ বলে ১৩ রান করেছেন সূরজ। তিনিও ২টি চার মেরেছেন।

— ৯টি বাউন্ডারির সাহায্যে ২৬৩ বলে অধিনায়কোচিত শতরান করেন মনোজ তিওয়ারি। বাংলা প্রথম ইনিংসে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায়। যদিও মনোজ ব্যক্তিগত শতরান পূর্ণ করার পরেই আউট হয়ে বসেন। ১০২.৪ ওভারে আকাশ সেনগুপ্তর বলে রাহুল হাজারিকার হাতে ধরা পড়েন তিওয়ারি। ২৬৪ বলে ১০০ রান করে মাঠ ছাড়েন বাংলা দলনায়ক। বাংলা ৩০৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূরজ জসওয়াল।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: আইপিএলে নজর কাড়লেও দিল্লির রঞ্জি দলে রাজনীতির শিকার বাদোনি! জোর বিতর্ক

— ইডেনে গত ম্যাচে শতরান করলেও অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে খাতা খুলতে পারলেন না অভিষেক পোড়েল। ৭ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। ৯০.৬ ওভারে ধরণী রাভার বলে আকাশ সেনগুপ্তর হাতে ধরা পড়েন বাংলার উইকেটকিপার-ব্যাটার। বাংলা প্রথম ইনিংসে ২৭০ রানের মাথায় ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করণ লাল। মনোজ তিওয়ারি ৮৫ রানে ব্যাট করছেন।

— দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন অনুষ্টুপ মজুমদার। ৮৯.৫ ওভারে মৃন্ময় দত্তর বলে সাহিল জৈনের হাতে ধরা পড়েন তিনি। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২৩৫ বলে ১২৫ রান করেন অনুষ্টুপ। বাংলা দলগত ২৬৮ রানে ৫ উইকেট হারায়।

— প্রথম দিনে ৭৮ ওভার ব্যাট করে বাংলা ৪ উইকেটের বিনিময়ে ২৪২ রান তোলে। অনুষ্টুপ নট-আউট থাকেন ১২০ রানে। মনোজ অপরাজিত থাকেন ৬৮ রানে। সৌরভ পাল ১২, শ্রেয়াংশ ঘোষ ১৩, মহম্মদ কাইফ ২ ও সুদীপ ঘরামি ১০ রান করে আউট হন।

— গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি এলিট বি-গ্রুপের ম্যাচে টস হারে বাংলা। টস হেরে তারা শুরুতে ব্যাট করতে নামে।

ক্রিকেট খবর

Latest News

'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.