বাংলা নিউজ > ক্রিকেট > Bengal vs Bihar Ranji Trophy 2024: ইডেনে বিহারকে ইনিংসে উড়িয়ে দিল বাংলা, স্মরণীয় জয় দিয়ে ক্রিকেটকে বিদায় মনোজের

Bengal vs Bihar Ranji Trophy 2024: ইডেনে বিহারকে ইনিংসে উড়িয়ে দিল বাংলা, স্মরণীয় জয় দিয়ে ক্রিকেটকে বিদায় মনোজের

ইডেনে পেসারদের কাঁধে ভর করেই ম্যাচ জিতলেন মনোজরা। ছবি- সিএবি।

Bengal vs Bihar Ranji Trophy 2024 Day 3 Live Score: ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেন মুকেশ কুমার। দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেন সুরজ জসওয়াল। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন অভিমন্যু ঈশ্বরন।

ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ২০২৪-এর শেষ গ্রুপ ম্যাচে শুরু থেকেই চালকের আসনে ছিল বাংলা। প্রথম দু'দিনেই জয়ে ভিত গড়ে ফেলেন মনোজরা। শেষমেশ তৃতীয় দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে বাংলা। তৃতীয় দিনেই সকালেই বিহারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়ে ম্যাচ জেতেন মনোজরা। সেদিক থেকে রবিবারই পেশাদার ক্রিকেটে শেষবার মাঠে নামেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। কেননা এই ম্যাচের পরেই তিনি ব্যাট-প্যাড চিরতরে রাখার কথা জানিয়ে দিয়েছেন আগেই। ম্যাচে বিহারকে প্রথম ইনিংসে ৯৫ রানে অল-আউট করে দেয় বাংলা। ৪টি করে উইকেট নেন মুকেশ কুমার ও সুরজ জসওয়াল। পালটা ব্যাট করে বাংলা ৫ উইকেটে ৪১১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ডাবল সেঞ্চুরি করেন অভিমন্যু ঈশ্বরন। ৩১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বিহার। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১১২ রানে। এক ইনিংস ও ২০৪ রানে ম্যাচ জেতে বাংলা।

বাংলা বনাম বিহার রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের স্কোরকার্ড:-

বাংলা বনাম বিহার রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের তৃতীয় দিনের খেলার আপডেট:-

— ইডেনে রঞ্জির এলিট-বি গ্রুপের ম্যাচে বিহারকে এক ইনিংস ও ২০৪ রানে পরাজিত করে বাংলা। প্রথম ইনিংসের নিরিখে ৩১৬ রানে পিছিয়ে থাকা বিহারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১১২ রানে। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেওয়া মুকেশ কুমার দ্বিতীয় ইনিংসে ৩২ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ১০টি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেওয়া সুরজ দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেন তিনি। দুরন্ত ডাবল সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

আরও পড়ুন:- R Ashwin Set To Rejoin Team India: রাজকোট টেস্টে ফিরছেন অশ্বিন, বল করতে পারবেন শেষ ইনিংসে?

— ৩৭.১ ওভারে সুরজ জসওয়ালের বলে হাবিব গান্ধীর হাতে ধরা পড়েন আশুতোষ। বিহার দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অল-আউট হয়ে যায়।

— ৩৪.৬ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হন রবি শঙ্কর। ৫ বলে ২ রান করেন তিনি। বিহার ১১২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যশপাল যাদব।

— ৩৪.১ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পরমজিৎ সিং। ৩৮ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৫টি চার। বিহার ১১০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি শঙ্কর। পরমজিৎকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন মুকেশ কুমার।

— ২৯.৬ ওভারে সুরজ জসওয়ালের বলে অভিমন্যু ঈশ্বরনের হাতে ধরা পড়েন বীরপ্রতাপ সিং। ১১ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বিহার দ্বিতীয় ইনিংসে ১০০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আশুতোষ। ইনিংস হার এড়াতে এখনও ২১৬ রান দরকার বিহারের।

— ২৭.১ ওভারে সুরজ জসওয়ালের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিপিন সৌরভ। ২৮ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি ছক্কা। বিহার ১০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বীরপ্রতাপ সিং।

আরও পড়ুন:- PSL 2024: শাদবের তাণ্ডবে দিশেহারা আফ্রিদিরা, পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে মুখ পুড়ল গতবারের চ্যাম্পিয়নদের

— ২১.৫ ওভারে সুরজ জসওয়ালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সাকিবুল গনি। ২৫ বলে ২৮ রান করেন তিনি। মারেন ৭টি চার। বিহার ৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পরমজিৎ সিং।

— ১৬.৩ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মঙ্গল। ৪৪ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৪টি চার। বিহার ৩৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিপিন সৌরভ।

— পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন মুকেশ কুমার। ১৪.৩ ওভারে মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন নবাগত ব্যাটার রঘুবেন্দ্র প্রতাপ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। বিহার দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাকিবুল গনি।

— তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারায় বিহার। ১৪.২ ওভারে মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন ঋষভ রাজ। ৪৪ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। দলগত ৩২ রানে ২ উইকেট হারায় বিহার। ব্যাট করতে নামেন রঘুবেন্দ্র প্রতাপ।

— দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিহার দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৩২ রান তোলে। তারা ১৪ ওভার ব্যাট করেছে। অর্থাৎ, দ্বিতীয় দিনের শেষে ২৮৪ রানে পিছিয়ে থাকে বিহার।

আরও পড়ুন:- Mike Procter Passes Away: প্রয়াত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার মাইক প্রোক্টর

— পালটা ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৪১১ রান তুলে। তারা ১০৪.১ ওভার ব্যাট করে। ২৩টি বাউন্ডারির সাহায্যে ২৯১ বলে ২০০ রান করেন অভিমন্যু ঈশ্বরন। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৩১৬ রানের লিড নেয় বাংলা।

— ইডেনে বিহারের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। তারা ৪৬.৪ ওভারে ব্যাট করে। ঋষভ রাজ ২৬ ও রঘুবেন্দ্র প্রতাপ সিং ২৩ রান করেন। মুকেশ কুমার ১৮ রানে ৪টি উইকেট নেন। সুরজ জসওয়াল ৪৭ রানে ৪টি উইকেট দখল করেন।

— ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট-বি গ্রুপের ম্যাচে টস জেতে বাংলা। টস জিতে বাংলা দলনায়ক মনোজ তিওয়ারি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বিহারকে।

ক্রিকেট খবর

Latest News

সরকারি আধিকারিক পরিচয়ে ট্রাক থামিয়ে ৭০ লাখের পণ্য হাতালো প্রতারকরা, ধৃত ১ দেখুন-জ্বলুন-লুচির মতো ফুলুন…,চটলেন রূপসা, ওমনি সায়নদীপের ডাক, ‘বাচ্চা কাঁদছে…' ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের 'মমতার সরকার ভয় পেয়েছিল', বাংলা থেকে রোজ কত ভক্ত যেতেন প্রয়াগরাজে? জানালেন যোগী দুয়ারে পেটো! পঞ্চায়েত প্রধানের দরজার সামনে মিষ্টির ঠোঙায় উদ্ধার জোড়া বোমা এবার GI স্বীকৃতি পাবে চানাচুর, রাবড়ি, বোঁদে! কদর বাড়বে বিশ্ব বাজারে 'গোপন ইন্টেল' পাওয়ার পর মার্কিন বাহিনীর কর্তার সাথে বৈঠক বাংলাদেশি সেনা প্রধানের আবারও সাতসকালেই বাজবে টয় ট্রেনের বাঁশি! পর্যটনের ভরা মরশুমে পাহাড়ে ফিরছে ‘অতীত’ আপাতত বাতিল ৬০০, রাজ্যে ধীরে ধীরে বাতিল হবে প্রায় ১০ হাজার ভোটার কার্ড অল্পের জন্য প্রাণে বাঁচেন! বক্সা টাইগার রিজার্ভে মাখনা হাতির তাড়া খেলেন মনোময়

IPL 2025 News in Bangla

‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে শুভমনের ডেরায় দাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদে সর্বোচ্চ রানের নজির, GT-কে হারাল PBKS কীভাবে ফর্মে ফিরব? প্রতিপক্ষ কোচের কাছে রিঙ্কু-বেঙ্কটেশরা, এগিয়ে এলেন দ্রাবিড় IPL অভিষেকেই নজর কাড়লেন PBKS-এর প্রিয়াংশ, বিশেষ সম্পর্ক গৌতির সঙ্গে,কে এই তরুণ? পন্ত তো ধোনিকে কপি করতে চেয়েছিলেন! LSG-র হারের কারণ ব্যাখ্যা করলেন রায়ডু রিঙ্কু, রাসেলের ব্যর্থতা, RCB-র কাছে হার-কিছু নিয়েই চিন্তিত নয় KKR, DC-র কাছে হারের পর দিন স্বস্তির খবর LSG শিবিরে,দলে যোগ দিতে চলেছেন তারকা প্লেয়ার IPL 2025 অভিযান শুরুর আগে দেখুন গিলের গুজরাট টাইটানসের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.