দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে দুরন্ত ছন্দে ছিলেন রাসি ভ্য়ান ডার দাসেন। পিএসএলের আসরে যোগ দিয়ে সেই ফর্ম ধরে রাখেন প্রোটিয়া তারকা। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচেই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন দাসেন। যদিও তার পরেও হারের মুখ দেখতে হয় তাঁর দল লাহোর কালান্দার্সকে। পিএসএল ২০২৪-এর হাই-স্কোরিং প্রথম ম্যাচে শাহিন আফ্রিদির লাহোরকে পরাজিত করে শাদব খানের ইসলামাবাদ ইউনাইটেড। অর্থাৎ, নতুন মরশুমের শুরুতেই গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়নরা।
শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জেতে ইসলামাবাদ ইউনাইটেড। তারা শুরুতে ব্যাট করতে পাঠায় লাহোর কালান্দার্সকে। সাহেবজাদা ফারহান ও রাসি ভ্যান ডার দাসেনের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে লাহোর নির্ধারি ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ফারহান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৭ রান করে আউট হন। দাসেন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫০ রানের গণ্ডি টপকান। তিনি শেষমেশ ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- Mike Procter Passes Away: প্রয়াত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার মাইক প্রোক্টর
এছাড়া ফখর জামান ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে আউট হন। ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৮ রান করেন আবদুল্লা শফিক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করেন ডেভিড ওয়াইজ। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। ইসলামাবাদের টাইমাল মিলস ৪৫ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন নাসিম শাহ ও শাদব খান।
পালটা ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২০০ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ১০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে ইসলামাবাদ। ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করে নট-আউট থাকেন ক্যাপ্টেন শাদব খান। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রানের গণ্ডি টাপকান। শেষ পর্যন্ত ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শাদব।
আঘা সলমন ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৬৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া ২৮ বলে ৩৬ রান করেন অ্যালেক্স হেলস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১১ বলে ৫ রান করে আউট হন কলিন মুনরো। ১টি উইকেট নেন লাহোরের জামান খান। শাহিন আফ্রিদি ৪ ওভারে ৩১ রান খরচ করেও উইকেট পাননি। ম্যাচের সেরা হন ইসলামাবাদ দলনায়ক শাদব।