বাংলা নিউজ > ক্রিকেট > Most Sixes In BBL History: ছক্কা হাঁকানোয় ডাবল সেঞ্চুরি পার, বিগ ব্যাশ লিগে ইতিহাস ক্রিস লিনের

Most Sixes In BBL History: ছক্কা হাঁকানোয় ডাবল সেঞ্চুরি পার, বিগ ব্যাশ লিগে ইতিহাস ক্রিস লিনের

বিগ ব্যাশ লিগে ছক্কা হাঁকানোর ডাবল সেঞ্চুরি ক্রিস লিনের। ছবি- বিবিএল।

Adelaide Strikers vs Melbourne Stars Big Bash League: ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি মার্কাস স্টইনিসের, দল হারায় ব্যর্থ হয় ক্রিস লিনের দুর্দান্ত ইনিংস।

রবিবার অ্যাডিলেড ওভালে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে বিগ ব্যাশ লিগের ম্য়াচে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন ক্রিস লিন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার চারটি ছক্কা হাঁকানোর সুবাদে বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়েন ক্রিস লিন। প্রথম ক্রিকেটার হিসেবে লিন অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ২০০টি ছক্কার গণ্ডি ছুঁয়েছিলেন আগেই। এবার তিনি সেই গণ্ডি পেরিয়ে যান। মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে এই ম্যাচে ৪টি ছক্কা মারার পরে টুর্নামেন্টের ইতিহাসে লিনের ছক্কার সংখ্যা দাঁড়ায় ২০৪টি। বিগ ব্য়াশের ১১৫টি ইনিংসে ব্যাট করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখযোগ্য বিষয় হল, বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নিরিখে ক্রিস লিনের ধারে-কাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চ টুর্নামেন্টের ইতিহাসে ১১৮টি ছক্কা মেরেছেন।

বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ৫ জন ব্যাটার:-

১. ক্রিস লিন- ১১৫টি ইনিংসে ২০৪টি ছক্কা।
২. অ্যারন ফিঞ্চ- ১০৪টি ইনংসে ১১৮টি ছক্কা।
৩. গ্লেন ম্যাক্সওয়েল- ১০০টি ইনিংসে ১১৫টি ছক্কা।
৪. বেন ম্যাকডারমট- ৮৫টি ইনিংসে ১১২টি ছক্কা।
৫. অ্যালেক্স হেলস- ৭৪টি ইনিংসে ১০০টি ছক্কা।

আরও পড়ুন:- IND vs SA: এমন পিচে খেলতে দেওয়া হয়, হাঁটুর উপরে বল ওঠে না, দক্ষিণ আফ্রিকায় প্র্যাক্টিস ম্যাচ না খেলার কারণ জানালেন রোহিত

উল্লেখযোগ্য বিষয় হল, লিনের এমন মারকাটারি ইনিংস সত্ত্বেও মেলবোর্ন স্টার্সের কাছে ম্যাচ হারতে হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। শুরুতে ব্যাট করে অ্যাডিলেড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন ম্য়াথিউ শর্ট ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৬ রান করে আউট হন। মেলবোর্নের গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন:- NZ vs BAN: কম রানের পুঁজি নিয়েও জোর লড়াই বাংলাদেশের, তৃতীয় T20I জিতে মান বাঁচাল নিউজিল্যান্ড

পালটা ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে মেলবোর্ন। মার্কাস স্টইনিস ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৫৫ রান করে নট-আউট থাকেন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন বিউ ওয়েবস্টার।

এছাড়া ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫০ রান করে আউট হন ড্যান লরেন্স। গ্লেন ম্যাক্সওয়েল ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। ম্যাচের সেরা হন স্টইনিস।

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.