কিছু দিন আগেই ফের ঘরোয়া ক্রিকেটে গড়াপেটার ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। অভিযোগের আঙুল ছিল সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের দিকে। তাঁর টাউন ক্লাব ও মহমেডানের বিরুদ্ধে ম্যাচে অবৈধ ক্রিকেটার খেলানোর পাশাপাশি ম্যাচ ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠে ছিল। যা নিয়ে সরগরম হয়েছিল কলকাতা ময়দান। কিন্তু কে এই দেবব্রত দাস? কার মদতে তাঁর এই বারবারন্ত?
আরও পড়ুন… IPL 2024: ফের মন জিতলেন সঞ্জু স্যামসন, এবার কী করলেন রয়্য়ালস অধিনায়ক! দেখুন ভিডিয়ো
কী বললেন সৃঞ্জয় বসু?
সিএবিতে নিজেকে বড় কর্তা ভাবা কর্তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সৃঞ্জয় বসু। টিভি নাইন বাংলার খবর অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে গড়াপেটা নিয়ে সৃঞ্জয় বসু বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। দেবব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ প্রথম নয়। টিকিট বণ্টনের সময় ওর বিরুদ্ধে অভিযোগ আসে। সিলেকশন কমিটির মিটিংয়ের মধ্যে ওর বিরুদ্ধে ঢুকে পড়ার অভিযোগ আসে। বাংলা দলে নাক গলানোর অভিযোগও ওঠেছে। মহমেডান-টাউন ম্যাচে ওর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠেছে। মহমেডান বলছে তাদের ১০ পয়েন্ট কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। আমার প্রশ্ন এই হুমকি দিয়েছিল কে?’
তিনি আরও বলেন, ‘প্রেমদীপ চট্টোপাধ্যায় দ্বিতীয় দিন আম্পায়ারিং না করে চলে গেলেন কেন? সিএবি প্রেসিডেন্টের চেয়ারে যিনি বসে আছেন, তিনি একজন প্রাক্তন ক্রিকেটার। ম্যাচে উপস্থিত সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলুক সিএবি সভাপতি। এখন পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার। এখনও কেন চুপ রয়েছে সিএবি?’
ঘটনাটি কী ঘটে ছিল?
সিএবির প্রথম ডিভিশন লিগে টাউন ক্লাব ও মহমেডানের মধ্যে ম্যাচ চলছে সল্টলেকের ভিডিওকন মাঠে। সেখানেই মহমেডানের হয়ে খেলছেন হর্ষিত সাইনি নামের এক বাঁহাতি স্পিনার। তিনি ২০২২-২৩ মরসুমে হরিয়ানার হয়ে রঞ্জি খেলেছিলেন। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নো অবজেকশন সার্টিফিকেট না এনেই মহমেডানে সই করে দেন। যা ধরে ফেলেন টাউন কর্তা তথা সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস। নাটক শুরু হয় এরপরেই। অভিযোগ, সাইনির বিষয়ে কোনও অভিযোগ জানানো হবে না, এই মর্মে মহমেডানকে ম্যাচ ছাড়ার শর্ত দেন দেবব্রত! এমনকী, অভিযোগ প্রমাণ হওয়ার পরেও সাইনিকে বসানো হয়নি। তিনি এই ম্যাচে খেলে যাচ্ছেন। যদিও, কোনও পক্ষই এটা স্বীকার করছে না। কিন্তু, ম্যাচের গতি প্রকৃতি মিলে যাচ্ছে ঘটনার সঙ্গে। টাউন ক্লাব আগে ব্যাট করে তুলেছিল ৪৪৬ রান। মহমেডানের অভিজ্ঞ ব্যাটার জয়জিৎ বসু সেঞ্চুরি করে যখন ফেরেন, তখন মহমেডানের রান ছিল দুই উইকেটে ২১২। সেখান থেকে ২৮১ রানে অল আউট।
আরও পড়ুন… T20 WC 2024: ৯ জুন অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে ১.৮৬ কোটি টাকা!
ঋদ্ধিমান সাহার সঙ্গে কী করেছিলেন দেবব্রত দাস?
ময়দানে শোনা যায়, যে চিত্রক মিত্রর হাত ধরে সিএবিতে দেবব্রত দাসের আগমন। সিএবি যুগ্মসচিবের চেয়ারে বসে নিজেকে প্রভাবশালী মনে করতে থাকেন এই কর্তা। অথচ খোঁজ নিলে দেখা যাচ্ছে, তাঁর এই আচরণকে ভালো ভাবে মেনে নিতে পারেননা সিএবিরই একাংশ। সিএবি যুগ্মসচিবের চেয়ারে বসে ঋদ্ধিমান সাহার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কর্তা। ভারতীয় কিপার বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিলেও, অভিযুক্ত কর্তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি সিএবি। এবার বঙ্গ ক্রিকেট কী সিদ্ধান্ত নেয় তার দিকেই সকলে রয়েছে।