ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ শ্রেয়স আইয়ারকে কি KKR-এর অধিনায়কত্ব করতে দেখা যাবে? বড় প্রশ্ন হল এবারের আইপিএল-এ শ্রেয়স কি নিজের একশো শতাংশ দিতে পারবেন? বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে শ্রেয়স আইয়ারের নাম বাদ যাওয়ার পর থেকেই এমন প্রশ্ন বাইশ গজে ঘুরছিল। তবে এবার শ্রেয়স আইয়ার ইস্যুতে বড় আপডেট পাওয়া গেল। শ্রেয়সকে নিয়ে এই আপডেট এসেছে মুম্বই দল থেকে।
জানা গিয়েছে তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে। যা দেখে দারুণ উচ্ছ্বসিত হবেন ভক্তরা। তবে রঞ্জি ট্রফির ফাইনালের পরে একটি রিপোর্ট আইয়ার এবং কেকেআর উভয়ের জন্য উদ্বেগের কিছু কারণ তৈরি করে ছিল। কারণ রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে তারকা ডানহাতি ব্যাটসম্যান রঞ্জি ট্রফি ফাইনালের পরে তিনি চোট পেয়েছিলেন। জানা গিয়েছিল উদ্বোধনী ইনিংসে তার সাহসী ৯৫ রানের সময় পিঠের সমস্যায় ভুগছিলেন শ্রেয়স আইয়ার।
কী জানা গিয়েছিল?
শ্রেয়সের পিঠে সমস্যা হওয়ার পরে, রিপোর্টে বলা হয়েছিল যে চোটের কারণে তিনি আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। যাইহোক, ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কারণ কেকেআর অধিনায়ক এবং তার সন্দেহভাজন ইনজুরির বিষয়ে কিছু ইতিবাচক খবর রয়েছে।
আরও পড়ুন… এ এক অন্য প্রেমের গল্প! মাঠেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন সমকামী ফুটবলার জোশ কাভালো
জানা গিয়েছে আইয়ারের চোট গুরুতর নয়
ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়, মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের ম্যানেজার ভূষণ পাতিল বলেছেন যে শ্রেয়স আইয়ারের পিঠের চোটের রিপোর্ট সত্ত্বেও, চিন্তার কিছু নেই। তিনি আরও বলেছিলেন যে আইয়ার ২ দিনের মধ্যে প্রাক-আইপিএল ২০২৪ ক্যাম্পে কলকাতা যাবেন। পাটিল বলেন, ‘চিন্তার দরকার নেই, তিনি ভালো আছেন এবং দুই দিনের মধ্যে প্রি-আইপিএল ক্যাম্পে যোগ দিতে কলকাতা যাবেন।’
আরও পড়ুন… চাপে কল্যাণ চৌবে! AIFF সভাপতির বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইল AFC
রঞ্জি ফাইনালে মাঠে নামেননি
কেকেআর ম্যানেজমেন্টও ক্রিকবাজকে জানিয়েছে যে তারা শ্রেয়স আইয়ারের চোট নিয়ে উদ্বেগের বিষয়ে কোনও তথ্য পায়নি। আইয়ার এখনও ইনজুরিতে পড়েছেন কি না সে বিষয়ে কোনও অনানুষ্ঠানিক তথ্য দেননি। বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালের শেষ দুই দিনে মুম্বইয়ের হয়ে মাঠে নামেননি শ্রেয়স আইয়ার। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছিল, শ্রেয়স আইয়ারকে পিঠের ব্যথার জন্য দুবার মুম্বইয়ের একজন ফিজিওর কাছ থেকে চিকিৎসা করাতে হয়েছিল যা তার ৯৫ রানের ইনিংসের সময় তাঁকে বিরক্ত করেছিল। তবে এখন তার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।