শুধু ট্রফি জয়ের নিরিখেই নয়, বরং সব থেকে বেশিবার প্লে-অফ তথা ফাইনালে ওঠার নিরিখেও আইপিএলের ইতিহাসে সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। এবার বহু যুদ্ধের কাণ্ডারী ধোনির হাত ধরেই নিজেদের ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে সিএসকে। যদিও আইপিএল ২০২৪ শুরুর আগে দলের একাধিক ক্রিকেটারের চোট-আঘত চিন্তায় রেখেছে চেন্নাই শিবিরকে।
আপাতত আইপিএল ২০২৪ শুরুর আগে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের চূড়ান্ত স্কোয়াড। চোখ রাখা যাক সিএসকে-র প্রাথমিক ক্রীড়াসূচিতেও।
চেন্নাই সুপার কিংসের সম্পূর্ণ স্কোয়াড:-
ব্যাটার: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, সমীর রিজভি, অবনীশ রাও আরাভেল্লি।
অল-রাউন্ডার: রবীন্দ্র জাদেজা, মইন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, মহিশ থিকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, ডারিল মিচেল, রাচিন রবীন্দ্র, শার্দুশ ঠাকুর।
উইকেটকিপার: মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন)।
বোলার: দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মাথিসা পথিরানা, মুস্তাফিজুর রহমান, মুকেশ চৌধরী।
চেন্নাই সুপার কিংসের চোট-আঘাত সমস্যা:-
১. নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের আঙুলে চোট। তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। অন্তত ২ মাসের জন্য কনওয়েকে মাঠের বাইরে থাকতে হবে বলে খবর। তিনি শেষমেশ চেন্নাই শিবিরে যোগ দেবেন কিনা, নিশ্চিত নয়। যদিও চেন্নাই এখনও পরিবর্ত ক্রিকেটার হিসেবে কারও নাম ঘোষণা করেনি।
২. চোটের জন্য আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে মাঠে নামতে পারবেন না শ্রীলঙ্কান পেসার মাথিসা পথিরানা।
৩. শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। যদিও তিনি সিএসকে শিবিরে যোগ দিয়েছেন ইতিমধ্যেই।
চেন্নাই সুপার কিংসের বিদেশি ক্রিকেটার:-
ডেভন কনওয়ে, ডারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মইন আলি (ইংল্যান্ড), মহিশ থিকশানা, মাথিসা পথিরানা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
আরও পড়ুন:- IPL 2024: আইপিএলের ১০ দলের নতুন জার্সি, কোনটি পছন্দ আপনার?
চেন্নাই সুপার কিংসের প্রথম পর্বে ঘোষিত ক্রীড়াসূচি:-
১. চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২২ মার্চ (চেন্নাই, ৭টা ৩০)।
২. চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস- ২৬ মার্চ (চেন্নাই, ৭টা ৩০)।
৩. দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস- ৩১ মার্চ (ভাইজ্যাগ, ৭টা ৩০)।
৪. সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস- ৫ এপ্রিল (হায়দরাবাদ, ৭টা ৩০)।