অবশেষে ক্ষমা চাইল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। গত মাসে আয়ারল্যান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে আইরিশদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলে দুই দল। আর সেই ম্যাচেই দেখা যায় নিষিদ্ধ একটি সংস্থার হোডিং। যা নিয়ে বিতর্ক দেখা দিতে শুরু করে। পরিস্থিতি যে বেশ জটিল তা বুঝে উঠতে বেশ কিছুটা সময় লাগে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের। তাই সিরিজ শেষ হওয়ার প্রায় একমাস পর এই নিয়ে মুখ খুলল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সমালোচনায় বিদ্ধ হওয়ার পর অবশেষে ক্ষমা চাইল ক্রিকেট আয়ারল্যান্ড।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন যে সংস্থার হোডিং তারা লাগিয়েছে, তা একেবারেই উচিত হয়নি। এই ঘটনার জেরে তারা ক্ষমাপ্রার্থী। ম্যাচ চলাকালীন সময়ে ব্র্যান্ডিং করা কিছু সংস্থার মধ্যে তিনটি সংস্থার অন্তর্ভুক্ত ছিল। এই ওয়েবসাইটগুলির প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু রয়েছে এবং যৌন প্রকৃতির ছবি রয়েছে যা সব বয়সের দর্শকদের জন্য আপত্তিকর হতে পারে। শুধু তাই নয়, তার মধ্যে একটি যৌন গেমিং সংক্রান্ত অ্যাপ।
ক্রিকেট আয়ারল্যান্ডের একজন মুখপাত্র এই বিষয়ে আলোকপাত করেছেন এবং উল্লেখ করেছেন যে কীভাবে দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা এই সমস্যাটি মোকাবিলা করার পরিকল্পনা করছে। তিনি আইরিশ টাইমসকে বলেছেন, 'উল্লেখ করা ব্র্যান্ডগুলি ক্রিকেট আয়ারল্যান্ড বা ইভেন্টের স্পনসর নয়। অন্য সব স্পনসরদের তুলনায় দৃশ্যমানতার নিম্ন স্তরের, ইভেন্টের বাইরে বা অন্য কোনও ভাবেই ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত নয়। তারা আমাদের ম্যাচের কোনও অনুষ্ঠানেই উপস্থিত হয়নি।'
পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘যে সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে ব্যবহার করা সম্পর্কিত চিত্রগুলি ব্যবহার করেছে। তা ক্রিকেট আয়ারল্যান্ডের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এই ঘটার জন্য ক্রিকেট আয়ারল্যান্ড প্রত্যেকের কাছেই ক্ষমা চাইছে।’
সানডে টাইমসের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, এই সংস্থাগুলির মধ্যে একটি ২০১৯ সাল থেকে বিজ্ঞাপন দিয়ে আসছে। যা অনেকেরই চোখ এড়িয়ে গিয়েছে। যদিও সেই বিষয়ে কোনও মুখ খোলেনি ক্রিকেট আয়ারল্যান্ড। তবে এই ঘটনার জন্য তারা যে ক্ষমাপ্রার্থী, বিজ্ঞপ্তির মাধ্যমে তা তারা জানিয়েছে। আন্তর্জাতিক ম্যাচে এমন কাণ্ড দেখে অবাক অনেকে। সেই সঙ্গে ক্রিকেট আয়ারল্যান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।