আমির খান আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন সিনেমা 'সিতারে জমিন পার'-এর শুটিং নিয়ে। তারই মধ্যে খবর, দিল ধড়কনে দো-র ৯ বছর পর তিনি চলচ্চিত্র নির্মাতা এবং ঘনিষ্ঠ বন্ধু জোয়া আখতারের সঙ্গে হাত মেলাতে চলেছেন। এই সিনেমাতে কুকুর প্লুটো-র ভয়েসওভার করেন আমির। পিঙ্ক ভিলার একটি প্রতিবেদন অনুসারে, একটি নতুন সিনেমা নিয়ে বৈঠকের জন্য সম্প্রতিই দেখা করেছিলেন আমির আর জোয়া।
জোয়া-আমিরের সিনেমা নিয়ে আলোচনা:
সূত্রের মতে, এক মধ্যবয়সী নায়কের মাধ্যমে জোয়া রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন ‘স্লাইস-অফ-লাইফ’। তাঁর আগের সিনেমাগুলির মতোই, এটিতেও নাটকীয়তা, আবেগ মিলিয়ে মিশিয়ে হালকাচালে গল্প তুলে ধরা হবে।
আরও পড়ুন: ভালো পারে না মা-ও! হবু বউ কৌশাম্বির হাতের কোন খাবার সবচেয়ে পছন্দ আদৃতের
তবে আপাতত গল্পের বুনোট করা হলেও, তৈরি করা হয়নি চিত্রনাট্য। তার আগেই আমির খানের সঙ্গে কথা বলেন জোয়া। জানা যাচ্ছে, আমিরেরও বেশ পছন্দ হয়েছে গল্প। তিনি আগ্রহ দেখিয়েছেন। আমিরের বয়সের সঙ্গেও বেশ উপযুক্ত হতে চলেছে চরিত্রটি। এবার চিত্রনাট্য ভালো লাগলেই, হ্যাঁ করবেন। সেক্ষাত্রে সিতারে জমিন পর শেষ হলে এটিতেই হাত দেবেন মিস্টার পারফেকশনিস্ট।
আরও পড়ুন: নিম ফুলের মধু-র পিকলুর সঙ্গে প্রেম টিকল না ‘বর্ষা’র! বাস্তবে কে প্রেমিক শৈলীর
একইসঙ্গে, খবর বলছে আমির রাজকুমার সন্তোষীর সঙ্গে একটি কমেডি সিনেমা, এমবং উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়েও আলোচনা চালাচ্ছেন।
'লাল সিং চাড্ডা' ও ‘ঠগস অব হিন্দোস্তান’, শেষ দুটি ছবি সফল হয়নি আমিরের। সম্প্রতি তা নিয়ে কপিল শর্মার কমেডি শো-তে কথা বলেন তিনি। দেখা যায় কপিল এই বলে সান্ত্বনা দিচ্ছেন আমিরকে যে, তাঁর যে ছবিগুলি 'চলে না' সেগুলিও বড় অর্থ উপার্জন করে। শুনে হেসে ফেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আর যখন অর্চনা পূরণ সিং তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি অ্যাওয়ার্ড শোতে অংশ নেন না। আমিরের থেকে জবাব আসে, ‘সময় খুব মূল্যবান, একজনকে অবশ্যই এটি ভালভাবে ব্যবহার করা উচিত’।
আরও পড়ুন: মা-বাবার ৩০তম বিবাহবার্ষিকী! স্বর্ণেন্দুর সাহায্য নিয়ে কী উপহার দিলেন শ্রুতি
আমির আগামীতে প্রযোজক হিসাবে লাহোর ১৯৪৭ নিয়ে আসছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজল এই ছবিতে রয়েছেন।
সিতারে জমিন পর-এর প্রসঙ্গে বিস্তারে:
২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন অভিনেতা। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করছেন ‘সিতারে জমিন পর’। প্রথম শিডিউলের কাজ হবে দিল্লিতে। ডাউন সিনড্রোমের উপর ফোকাস থাকতে পারে এই ছবিতে, যদিও তা নিয়ে অফিসিয়াল কোনও তথ্য মেলেনি।