বাংলা নিউজ > ক্রিকেট > জাদেজা তো বটেই, ৪২ বছরেও CSK সবথেকে ফিট প্লেয়ার ধোনির, প্রশংসা শ্রীলঙ্কার তরুণের

জাদেজা তো বটেই, ৪২ বছরেও CSK সবথেকে ফিট প্লেয়ার ধোনির, প্রশংসা শ্রীলঙ্কার তরুণের

মাথিশা পাথিরানা এবং মহেন্দ্র সিং ধোনি।

ধোনির ফিটনেসে মুগ্ধ শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার। সেই সঙ্গে তিনি যে ধোনির থেকে অনেক কিছু শিখেছেন, তাও জানালেন।

শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কা ক্রিকেটের নবীনতম তারকা মাথিশা পাথিরানা। গত আইপিএলে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গতবছর নিজেদের ইতিহাসে পঞ্চম আইপিএলের শিরোপা জিতেছে সিএসকে। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাথিরানার‌। গতবার সিএসকে দলে খেলা পাথিরানা এবং মহেশ থিকসানা এই দুই ক্রিকেটারের প্রতি আলাদাভাবে যত্নশীল ছিলেন ধোনি। তাদেরকে উপদেশ দেওয়া থেকে শুরু করে, ফিল্ডিং সাজাতে সাহায্য করা ধোনি করেননি এমন কিছুই মনে হয় বাকি ছিল না। ফলে ধোনিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন পাথিরানা। আর মাহির ফিটনেসে মজেছেন তিনি। তাঁর মতে ৪২ বছর বয়সে ও মাহি নাকি সিএসকের সবথেকে ফিট ক্রিকেটার! আর ধোনির ফিটনেস দেখেই নাকি অনুপ্রেরণা পান তিনি।

গত আইপিএলে দুর্দান্ত ইয়র্কার, নিখুঁত লাইন লেন্থ বোলিংয়ে ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন মাথিশা পাথিরানা। টি-২০'তে তাঁর এই সাফল্যের পিছনেও মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন তিনি। ধোনির কাছে ২০ ওভারের ক্রিকেটে পারফর্ম করার নানা উপদেশ ও পেয়েছেন বলে জানান পাথিরানা।

পাথিরানা বলেন, ‘যুবক হিসেবে যদি কেউ আত্মবিশ্বাস আপনাকে দেয় তাহলে তা আপনার কেরিয়ারকে আরও এগিয়ে দেয়। এমন পর্যায়ের একজন ক্রিকেটার (ধোনি) আমার উপর বিশ্বাস দেখিয়েছেন। তখন থেকেই আমি বিশ্বাস করতে শুরু করেছি যে এই মুহূর্তে আমি যেকোন কিছু করতে পারি। শুধু আমিকে নয়, ধোনি আমাদের সকলকে আস্থা দিয়েছে। যেখানে ৪-৫ জন শীর্ষ ক্রিকেটার চোটে পড়ার পরেও সে তরুণদের উপর আস্থা দেখিয়েছিল, যা অনবদ্য ছিল।’

তিনি আরও যোগ করেন 'আমি ধোনির থেকে অনেক কিছু শিখেছি। প্রথম জিনিস হল নম্রতা। যে কারণেই মাহি ভাই খুব সফল। ৪২ বছর বয়সী একজন ক্রিকেটার, কিন্ত এখনও অসাধারণ ফিটনেস রয়েছে ওনার। দলের সবথেকে ফিট ক্রিকেটার উনি। যা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি যখন সেখানে গিয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম এবং কেউ আমাকে চিনতো না। ওঁরা (সিএসকের কোচিং স্টাফরা) আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি জানি যে টি-২০ খেলায় কিভাবে পারফর্ম করতে হয়। কিভাবে একটি ম্যাচে চার ওভার বল করার সময়ে নিজের ভারসাম্য বজায় রাখতে হয়। ধোনি আমাকে বলেছিল যে আমি যদি নিজের ফিটনেস রাখতে পারি, চোটমুক্ত রাখতে পারি নিজেকে তাহলে আমি দলের এবং দেশের জন্য অনেক কিছু অর্জন করতে পারব।'

উল্লেখ্য ২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে প্রথম পাথিরানার প্রতিভা দেখেছিল ক্রিকেট বিশ্ব। লাসিথ মালিঙ্গার সঙ্গে বোলিং অ্যাকশনের অদ্ভুত মিল থাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন তরুণ এই পেসার।২০২২ সালে নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে ডাক পেয়েছিলেন পাথিরানা। আইপিএলের শেষ আসরে পাথিরানাকে নিয়মিত খেলিয়েছে চেন্নাই।১৯টি উইকেট ও নিয়েছিলেন পাথিরানা। চলতি এলপিএলে ৮ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন