Accident In Cricket Match: মুম্বইয়ে একটি ম্যাচ চলাকালীন মাথায় বল লেগে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বাইশ গজের একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা সামনে এসেছে। মুম্বইয়ে এক ক্রিকেটারের মৃত্যুর খবরে ক্রীড়াজগতে শোকের পরিবেশ। বলা হচ্ছে গত সোমবার মাটুঙ্গার দাদকার মাঠে ক্রিকেট খেলার সময় এই ঘটনা ঘটে। এই খেলোয়াড় যখন ফিল্ডিং করছিলেন, তখন একটি বল দ্রুত এসে তার মাথায় আঘাত করে। বলের আঘাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর, ১৯৯০ সালের এর স্মৃতি তাজা হয়ে গিয়েছে। সেই সময়ে ক্রিকেটার রমন লাম্বা মাথায় বল আঘাত করেছিল এবং তারপরে মারা গিয়েছিলেন লাম্বা।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মৃত খেলোয়াড়ের নাম জয়েশ চুন্নিলাল সাভলা। তিনি একজন ৫২ বছর বয়সি ব্যবসায়ী। দাদকার মাঠে যথারীতি ক্রিকেট খেলছিলেন জয়েশ। ফিল্ডিং করার সময় একটি বল দ্রুত এসে কানের কাছে লাগে। বলটি তাঁর মাথার নীচের অংশে আঘাত করে। বলটি তাকে আঘাত করার সঙ্গে সঙ্গেই রক্তক্ষরণ শুরু হয় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন জয়েশ। এর পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত্যু বলে ঘোষণা করা হয়।
তবে প্রত্যক্ষদর্শী জানান, জয়েশ পিছন থেকে বলটি আঘাত করে, সেখানেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লায়ন তারাচাঁদ হাসপাতালের মেডিকেল অফিসার জানান, বিকেল ৫টার দিকে সাভলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
একটি মাঠে দুটি ম্যাচ চলছিল
জয়েশ সাভলা ভাইন্ডারের বাসিন্দা। সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। জয়েশ একটি কমিউনিটি টুর্নামেন্টে খেলছিলেন। ওই সময় দাদকার মাঠে একসঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এদিকে ফিল্ডিং চলাকালীন অন্য ম্যাচ থেকে হঠাৎ একটি বল এসে জয়েশের মাথায় লাগে। মাটুঙ্গার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দীপক চভান বলেছেন যে জয়েশ সাভলার মৃত্যুর ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট (ADR) মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্তে ব্যস্ত। আমরা আপনাকে বলি যে জয়েশ সাভলার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী এবং একমাত্র ছেলে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা একটি অপমৃত্যুর রিপোর্ট দায়ের করেছে। ময়নাতদন্ত সম্পন্ন করে বডি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় কোনও ধরনের ষড়যন্ত্র কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে পুলিশ।