বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ

IPL 2024-ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ

ধর্মশালা স্টেডিয়াম, যেখানে আইপিএলের ম্যাচ হবে। ছবি- গেটি ইমেজ

ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ। ভারতে এটাই প্রথম যেখানে হাইব্রিড পিচ বসানো হয়েছে কোন ভেন্যুতে। পিচ প্রস্তুতকারক কোম্পানির তরফে জানানো হয়েছে এই পিচ খেলাকে বদলে দেবে। কারণ এই পিচ অত্যন্ত ফাই পারফরম্যান্স পিচ।

শুভব্রত মুখার্জি:- ভারত তো বটেই,ক্রিকেট বিশ্বের অন্যতম সুদৃশ্য ক্রিকেট স্টেডিয়াম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধরমশালার স্টেডিয়াম।একেবারে পাহাড়ে কোলে অবস্থিত এই স্টেডিয়ামটি বিভিন্ন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজক ভেন্যু থেকেছে। গত ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের একটি টেস্টও এই অসামান্য সুন্দর ভেন্যুতে খেলেছেন রোহিত শর্মারা। গত ওডিআই বিশ্বকাপের ম্যাচও খেলা হয়েছে এই ভেন্যুতে।এবারের আইপিএল শুরুর আগে এই ভেন্যুর উইকেট ও বদলে ফেলা হয়েছিল। বিসিসিআই সূত্রে খবর এবার ওই বদলে ফেলা হাইব্রিড উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ।

আরও পড়ুন-IPL 2024-‘ওদের ধোনি আছে উইকেটের পিছনে’,হার্দিকের কথায় অন্তর্কলহের গন্ধ পাচ্ছেন গিলক্রিস্ট

প্রসঙ্গত ধরমশালাতে ২০০৮ সালের আইপিএলের শুরু থেকেই ম্যাচ আয়োজন করা হয়। পঞ্জাব কিংসের হোম ম্যাচ আয়োজন করতে ব্যবহার করা হয় এই ভেন্যু। বিসিসিআইয়ের স্বীকৃত এই ভেন্যুতে নতুন করে 'হাইব্রিড' পিচ পাতা হয়েছে। এই পিচে এবারের আইপিএলের দুটি ম্যাচ খেলা হবে। লিগ পর্যায়ের দুটি ম্যাচ খেলা হবে এবার।নাম প্রকাশে অনিচ্ছুক হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ' ইতিমধ্যেই হাইব্রিড ট্র্যাকটি পাতা হয়ে গিয়েছে। এই নতুন করে পাতা পিচেই দুটি আইপিএলের ম্যাচ খেলা হবে। '

আরও পড়ুন-IPL 2024-BCCI-র কড়া নির্দেশ, আর হয়তো দেখা যাবে না খেলা চলাকালীন তোলা BTS ভিডিয়ো!

নেদারল্যান্ডসের একটি কোম্পানি 'সিসগ্রাস' এই কাজটি সম্পন্ন করেছে। সিস পিচেস গ্রুপ অফ কোম্পানির মালিকানাধীন এই কোম্পানি ধরমশালাতে এই গোটা কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা। ভারতে এটাই প্রথম যেখানে হাইব্রিড পিচ বসানো হয়েছে কোন ভেন্যুতে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই পিচ খেলাকে বদলে দেবে। কারণ এই পিচ অত্যন্ত ফাই পারফরম্যান্স পিচ।

আরও পড়ুন-IPL 2024-সিনিয়র প্লেয়ারদের বলে যাচ্ছি নিশ্চিত করতে…নাইটদের ড্রেসিং রুমে কী বার্তা শাহরুখের?

 আইসিসি টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে হাইব্রিড পিচ ব্যবহারের অনুমতি দেওয়ার পরেই প্রথমবার ভারতে এই ধরনের পিচের ব্যবহার করা হবে। এই সিসগ্রাস কোম্পানির তরফে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে এইধরনের পিচ বসানো হয়েছে। এই পিচের উপরিভাগে রয়েছে হালকা পরিমাণে পলিমার ফাইবার। এর ফলে এইধরনের পিচে একাধিক খেলা হয়ে যাওয়ার পরেও পিচের পারফরম্যান্সে খুব একটা এদিক ওদিক হয় না। এর সাথে মেশানো থাকে প্রাকৃতিক ঘাস ও। মূলত এই প্রাকৃতিক ঘাসের সাহায্যেই এই পিচকে ইন্সটল করা হয়। এই পিচে মাত্র পাঁচ শতাংশ পলিমার ব্যবহার করা হয়েছে।যাতে এর প্রাকৃতিক গুণ বজায় রাখা যায়।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.