শুভব্রত মুখার্জি: কয়কেদিন আগেই হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচ। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হিমাচল প্রদেশের ধরমশালাতে। পাহাড়ের কোলে অবস্থিত ছবির মতন সুন্দর এই স্টেডিয়ামের সৌন্দর্যে মোহিত গোটা ক্রিকেট বিশ্ব। ধৌলিধড় পর্বত অঞ্চলের মাঝে অবস্থিত এই স্টেডিয়ামের সুখ্যাতি করেছেন ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেটার সকলেই। বাদ পড়েননি প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও। এক টিভি শোতে এই স্টেডিয়ামের পরিকাঠামোর প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন প্রাক্তন তারকা পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে ধরমশালার স্টেডিয়ামের মতন একটা স্টেডিয়াম তৈরির স্বপ্ন মাত্র দেখতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোর করুণ দিকটি তুলে ধরেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য গদ্দাফি স্টেডিয়ামের ছাদের হাল দেখেছেন!
আরও পড়ুন… এ এক অন্য প্রেমের গল্প! মাঠেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন সমকামী ফুটবলার জোশ কাভালো
প্রসঙ্গত হিমালয়ের কোলে চারদিকে সবুজে আবৃত এই ধরমশালা স্টেডিয়াম। যা মাঝে মাঝেই সাক্ষী থাকে তুষারপাতেরও। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার উঁচুতে অবস্থিত এই স্টেডিয়াম। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট শো এ টিভির 'দ্য প্যাভিলিয়নে' এই ধরমশালা স্টেডিয়ামের সৌন্দর্য নিয়ে মুখ খুলেছেন ওয়াসিম আক্রম। এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন পাকিস্তানে কেন এ রকম অসাধারণ পরিকাঠামো যুক্ত স্টেডিয়াম নেই। তার উত্তর দিতে গিয়েই এমন মন্তব্য করেছেন ওয়াসিম। তাঁকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের উত্তরদিকে এমন সুন্দর স্টেডিয়াম তৈরিতে কেন পিসিবি অর্থ বিনিয়োগ করে না! ভারতের ধরমশালা স্টেডিয়ামের পাশাপাশি নিউজিল্যান্ডের কুইন্সটাউন স্টেডিয়ামেরও তুলনা সামনে চলে এসেছে।
এই প্রশ্নের জবাবে একেবারে স্ট্রেট ব্যাটে খেলেছেন ওয়াসিম আক্রম। তিনি জানিয়েছেন, ‘আমরা তিনটি স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করতেই ব্যর্থ। এরপর আর কি করে নতুন স্টেডিয়াম বানাব? (লাহোরের) গদ্দাফি স্টেডিয়ামের ছাদ দেখেছেন? (পিএসএলের সময়ে ) ওরা ড্রোন দিয়ে যে ছবি দেখাচ্ছে। আমাদের যে তিনটে বড় এবং ভালো স্টেডিয়াম রয়েছে আমরা সেগুলোই রক্ষা করতে পারছি না। আমরা শুধু একটা নয়া স্টেডিয়াম (ধরমশালার মতন) তৈরির স্বপ্ন দেখতে পারি। আমাদের হাতে অনেক জায়গা রয়েছে নয়া স্টেডিয়াম তৈরির। তবে এটা বলব আমাদের অ্যাবোটাবাদ স্টেডিয়াম কিন্তু খুব সুন্দর।’