শুভব্রত মুখার্জি: ডাবলিনের মালহাইডে শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। ম্যাচে বৃষ্টির কারণে পুরো ৪০ ওভারের খেলা সম্ভব হয়নি। এদিন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ২ রানে শেষ পর্যন্ত হারিয়ে দেয় আয়ারল্যান্ড দলকে। ফলে টি-২০ সিরিজে ১-০ ফলে এগিয়ে যায় জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিন আয়ারল্যান্ড তাদের ব্যাটিংয়ের সময়ে প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। সেখান থেকে ব্যাট হাতে একটি ভালো ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ব্যারি ম্যাককার্থি।তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় হতাশ তিনি।
ম্যাচ শেষে ব্যারি ম্যাককার্থি জানিয়েছেন, ‘দলের হয়ে যোগদান করতে পারাটা সবসময় আনন্দের। আমি হতাশ আজকের ম্যাচটা আমরা জিততে না পারার ফলে। কার্টিস ক্যাম্ফারের সঙ্গে আমার পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল।আমরা জানতাম যে আমরা পার্টনারশিপ গড়তে পারলে বোর্ডে লড়ার মতন রান তুলতে পারব। আমাদের দুজনেই আক্রমণাত্মক স্বভাবের ব্যাটার। আমরা এদিনও পজিটিভ খেলতে চেয়েছিলাম। আমি মনে করি পজিটিভ খেললে ম্যাচের রাশ অনেকটাই নিয়ন্ত্রণে নেওয়া যায়। কারণ পজিটিভ খেললে স্কোরবোর্ড চালু থাকে। রান ওঠে ভালোই। ফলে বিপক্ষের বিরুদ্ধে লড়াইটা জারি রাখা যায়। তবে আমি যে পজিশনেই ব্যাট করি না কেন দলের হয়ে যোগদান করতে পারাটা আমার কাছে আনন্দের।’
এদিন প্রথমে ব্যাট করতে নেমে একটা সময়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৩১ রান। কিছুক্ষণ পরেই ৫৯ রানে পড়ে যায় তাদের ষষ্ঠ উইকেট।এরপরেই জুটি বাঁধেন ব্যারি ম্যাককার্থি এবং কার্টিস ক্যাম্ফার। জুটিতে ৫৭ রান করেন তাঁরা। কার্টিস ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ রান করে আর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে যান। ব্যারি ম্যাককার্থি ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার এবং চারটি ছয়ে। ফলে ৭ উইকেটে ১৩৯ রান করতে সমর্থ হয় আয়ারল্যান্ড দল। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণ, জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। জবাবে ভারতের স্কোর যখন ৬.৫ ওভারে ২ উইকেটে ৪৭ তখন খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টির কারণে খেলা শুরু আর সম্ভব না হলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ২ রানে ম্যাচ জিতে যায়। ভারতের হয়ে যশস্বী জসওয়াল ২৪ রান করেন।