আপাতত টিআরপি-র নম্বরে রীতিমতো রাজত্ব করছে জি বাংলার ধারাবাহিক নিম ফুলের মধু। পর্না আর সৃজনের মতো ধারাবাহিকের অন্যান্য চরিত্রগুলিও মানুষের থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছে। দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য। যাকে আমরা আপাতত দেখছি বর্ষার চরিত্রে।
সৃজনের ছোট বোন বর্ষা। বউদি অন্ত প্রাণ সে। পর্ণাও আগলে রাখে ননদকে। ধারাবাহিকে দেখা গিয়েছে, ভালোবাসার মানুষ পিকলুকে সে বিয়ে করতে পারেনি। বাস্তবে কার সঙ্গে প্রেম শৈলীর?
আরও পড়ুন: মা-বাবার ৩০তম বিবাহবার্ষিকী! স্বর্ণেন্দুর সাহায্য নিয়ে কী উপহার দিলেন শ্রুতি
পিকলু ওরফে ঋষভ চক্রবর্তীর সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছে সকলের। বাস্তবে শৈলীর প্রেমিক কে? রচনার প্রশ্ন ‘মনের মানুষ এসেছে কি না’, আর তাতে জবাব এল, ‘হ্যাঁ এসেছে, তবে সে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়’।
সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে শৈলীর প্রেমিক প্রদ্যুম্ন মুখোপাধ্যায়। মাস দুই আগে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি খুব কম পিডিএ করি। তবে আমার ভ্যালেন্টাইনের আরও বেশি কিছু প্রাপ্য। আই লাভ ইউ। আমি ব্লেসড।’
আরও পড়ুন: ‘কফি অর্ডার করতাম দীপিকা-অনুষ্কাদের জন্য’! অভিনয়ে আসার আগে কোন পেশায় ছিল পরিণীতি
সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় শৈলী জানান, তিনি পাঠভবন স্কুল থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে প্রেসিডেন্য়ি কলেজ থেকে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন। বাবা-মায়ের একমাত্র মেয়ে। ছেলেবেলা থেকেই বাড়িতে শিল্পচর্চা দেখে বড় হওয়া। মাত্র ৬ বছর বয়স থেকে করছেন অভিনয়। যদিও নিম ফুলের মধু সিরিয়ালটিই তাঁর ডেবিউ সিরিয়ালের দুনিয়ায়।
কদিন আগেই হল নিম ফুলের মধু-র ৫০০ পর্বের উদযাপন। আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে, রুবেল অর্থাৎ সৃজনকে জোড় করে একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আপাতত দত্ত বাড়িতে তাঁর দুই বউ। সবচেয়ে বড় ব্যাপার হল, রুবেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া এই মেয়েটি নিজেকে বেচারা দেখালোও, সে আসলে পর্ণাকে সরিয়ে তার জায়গা নিতে চাইছে। এমনিতেই শাশুড়ির মন পায় না পর্ণা। তারওপর ফিরে এসেছে খলনায়িকা ইশা। সব মিলিয়ে বেশ লেজে গোবরে অবস্থা পর্ণার। আর এই প্যাঁচ যত জোরদার হবে, ততই তো বাড়়বে টিআরপি রেটিংও।