বুধবার অর্থাৎ ৬ ডিসেম্বর শুরু হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে ৩৮ রানে হারায় ইংল্যান্ড। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। আর একটি ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হবে হরমনপ্রীত কৌরদের। ফলে শনিবারের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। আজ অর্থাৎ ৯ ডিসেম্বর ওয়ানখেড়েতেই দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় মহিলারা। তার আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত জানিয়ে দিলেন তাদের লক্ষ্যের কথা। ইংল্যান্ড সিরিজ নয়, তাদের পাখির চোখ যে বিশ্বকাপ, প্রকাশ্যে আনলেন হরমনপ্রীত।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে অনেকটাই চাপে রয়েছে ভারত। ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে। সামান্য ভুল সিরিজ হাতছাড়া করে দিতে পারে টিম ইন্ডিয়াকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমন। তিনি স্পষ্ট জানালেন এই মুহূর্তে দলের প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা।
হরমনপ্রীত বলেন, 'ব্যক্তিগত মাইলস্টোন আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বকাপ জেতা। আমি নিজের দলের উপর মনোযোগ দিচ্ছি এবং আমি চাই আমরা সব্বাই একসাথেই এই বিশ্বকাপ ট্রফিটি তুলে ধরি। এই সিরিজের জন্য যেই দলকে বেছে নেওয়া হয়েছে সেই দলের উপরেই আমি কাজ করছি। আমি টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআইয়ের কাছ থেকে একটি তরুণ ব্রিগেড চেয়েছিলাম কারণ আমি জানি এই ম্যাচগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ।'
এদিন দলের ক্রিকেটারদের সম্পর্কেও মুখ খোলেন হরমনপ্রীত। ভারতীয় মহিলা দলের অধিনায়কের দাবি, ক্রিকেটারদের দেখে তিনি বুঝে যান যে আগামীদিনে সে কেমন পারফর্ম করবে। তিনি বলেন, 'যখনই আপনি কোনও নতুন ক্রিকেটারদের সঙ্গে খেলতে নামবেন, তাঁকে দেখে বোঝা যায়, সে আগামীতে কেমন খেলবে। দেখুন জীবনে কোনও কিছুই কারোর জন্য নিশ্চিত নয়। ক্রিকেটারদের ক্ষেত্রেও একই ব্যপার। এটা পুরোপুরি নির্ভর করে কি করে একজন ক্রিকেটার নিজের খেলার উন্নতি করবে এবং আগামীদিনের ম্যাচগুলি খেলবে। এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটার উপরই নির্ভর করে পরবর্তী ম্যাচ গুলিতে সুযোগ পাওয়ার। আমাদের দলে এই মুহূর্তে যারা রয়েছে তারা সবাই উইমেন্স প্রিমিয়র লিগ খেলে এসেছে এবং আমাদের সাপোর্টিং স্টাফ ও খুব সাহায্য করে এবং ব্যালেন্সড দল এটা। তবে আমি বিশ্বাস করি প্রতিটা ক্রিকেটারই ভালো পারফর্ম করে দেখাবে।'